৮ আশ্বিন  ১৪৩০  মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

ব্যাডমিন্টন তারকার সঙ্গে প্রেম করছেন তাপসী পান্নু!

Published by: Sulaya Singha |    Posted: December 26, 2018 6:41 pm|    Updated: December 26, 2018 6:41 pm

Taapsee Pannu in a relationship

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিক, কপিল-জিন্নি। এবার কে? বলিউডে যেভাবে বিয়ের হিড়িক পড়েছে তাতে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। তবে বিয়ে না হলেও ফের একটা নতুন খবর পাওয়া গেল। প্রেমে পড়েছেন তাপসী পান্নু। পাত্রটি কে? না, বলিউডের কোনও নামী-দামি তারকা নন। শোনা যাচ্ছে, খেলার দুনিয়ার মানুষকেই মন দিয়েছেন অভিনেত্রী।

[দীপিকার সঙ্গে ছবির সুযোগ হাতছাড়া রাজকুমারের! কেন?]

রিয়েল লাইফে খেলা আর বিনোদুনিয়ার তারকাদের জুটি বাঁধার গল্প এখন আর নতুন কিছু নয়। পতৌদি-শর্মিলা থেকে যুবরাজ-হেজেল, বিরাট-অনুষ্কা, তালিকাটা নেহাত ছোট নয়। এবার সেই তালিকাতেই নাকি নাম লেখালেন তাপসী। বি-টাউনে কান পাতলে অন্তত তেমনটাই শোনা যাচ্ছে। নিজের ছবি এবং অভিনয়ের জন্যই সাধারণত খবরে থাকেন তাপসী। অভিষেক বচ্চন এবং ভিকি কৌশলের সঙ্গে তাঁর শেষ ছবি ‘মনমর্জিয়া’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও তাপসীর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। তবে এবার প্রকাশ্যে এল তাঁর লাভ লাইফ। কোনও অভিনেতা নয়, তাঁর মন কেড়েছেন এক শাটলার। তাও আবার বিদেশি। ভারতীয় ফ্যানদের মন ভেঙে ডেনমার্কের মাথিয়েস বোয়ের সঙ্গেই নাকি চুটিয়ে প্রেম করছেন ‘পিংক’ খ্যাত অভিনেত্রী।

taapsee

[‘জিরো’-কে টপকে বাংলার প্রতিটি প্রেক্ষাগৃহে হাউসফুল ‘রসগোল্লা’]

প্রিমিয়ার ব্যাডমিন্টন লিগে একটি দলের মালকিন তাপসী। সেই সূত্রেই নাকি বোয়ের সঙ্গে আলাপ তাপসীর। আর তারপরই ধীরে ধীরে জমে ওঠে তাঁদের রিয়েল লাইফ রসায়ন। তবে এও শোনা গিয়েছে, ২০১৩ সাল থেকেই নাকি দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল। ‘দেশি’ গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে মাঝেমধ্যেই ভারতে আসেন বো। বান্ধবীর ছবি দেখে টুইট করে তাঁকে অভিনন্দন জানাতেও ভোলেন না। এখানেই শেষ নয়, একটি অনুষ্ঠানে নাকি তাপসীকে বোয়ের গার্লফ্রেন্ড বলে ডাকা হয়েছিল। তাতেও আপত্তি করেননি অভিনেত্রী। নিজমুখে যদিও এ বিষয়ে কিছু বলেননি তিনি। তবে এবার বোয়ের সঙ্গে তাপসীর ডেটিংয়ের খবর নিশ্চিত করেছেন তাঁর ব্যাডমিন্টন দলেরই এক সদস্য। তাহলে কি আগামী বছর খেলা ও অভিনয়ের দুনিয়ার আরও এক জুটিকে বিয়ের পিঁড়িতে বসতে দেখা যাবে? উত্তরের অপেক্ষায় তাপসীর ভক্তরা।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে