BREAKING NEWS

২০ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ৪ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

Dance Bangla Dance: শাহরুখের ‘ছাইয়া ছাইয়া’ গানের ছন্দে নাচলেন ‘রানিমা’ দিতিপ্রিয়া

Published by: Suparna Majumder |    Posted: August 24, 2021 12:17 pm|    Updated: August 24, 2021 12:17 pm

Ditipriya Roy Dances in tune of Shahrukh Khan's Chaiyya Chaiyya song | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘করুণাময়ী রাণী রাসমণি’তে তাঁর পর্ব শেষ হয়ে গেলেও বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে এখনও ‘রানিমা’ দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। সেই মেজাজেই ফের ছোটপর্দায় দেখা যাবে তাঁকে। শাহরুখ খানের (Shahrukh Khan) ‘দিল সে’ ছবির ‘ছাইয়া ছাইয়া’ (Chaiyya Chaiyya Song) গানের ছন্দে নাচলেন অভিনেত্রী। রিয়ালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এ (Dance Bangla Dance) দেখা যাবে দিতিপ্রিয়ার এই পারফরম্যান্স।

Ditipriya Roy Dances in tune of Shahrukh Khan's Chaiyya Chaiyya song

এই উইকএন্ডে ‘ডান্স বাংলা ডান্স’ শোয়ে দু’দিন ধরে হবে ‘ডান্স ধামাকা’। দিতিপ্রিয়ার এপিসোডটি দেখা যাবে ২৯ আগস্ট অর্থাৎ আগামী রবিবার। এপিসোডটির শুটিং আগেই হয়ে গিয়েছে। প্রকাশ্যে এসেছে প্রোমো ভিডিও। যেখানে ঘাঘরা-চোলি পরে শাহরুখের ছবির গানে নেচেছেন দিতিপ্রিয়া। টেলিভিশনের ‘রানিমা’র নাচ দেখে উচ্ছ্বসিত হতে দেখা যায় বিচারক গোবিন্দা (Govinda), জিৎ (Jeet) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Subhashree Ganguly)। দিতিপ্রিয়াকে ‘স্টার’ বলে সম্বোধন করেন গোবিন্দা।

[আরও পড়ুন: শ্রীলেখার সঙ্গে ডেটে যাওয়ার পরই দত্তক নেওয়া সারমেয়কে খুন! যুবককে তোপ অভিনেত্রীর]

‘রানিমা’ বেশ ছেড়ে অভিনেত্রী দিতিপ্রিয়া এখন একেবারেই সদ্য যৌবনে পা দেওয়া একটি মেয়ে। কাজ থেকে তাঁর কিছুদিনের বিরতি। শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে। হাতে রয়েছে ‘বব বিশ্বাস’, ‘অভিযাত্রিক’, ‘অচেনা উত্তম’, ‘মায়ামৃগয়া’র মতো ছবি।

Ditipriya Roy Instagram Post

তবে এখন দিতিপ্রিয়া সময়টা কাটাচ্ছেন নিজের মতো করে। ঘুরছেন, ফিরছেন, কফি শপে যাচ্ছেন, বন্ধুদের সঙ্গে আড্ডাও মারছেন। দিতিপ্রিয়া তাই এখন অন্য সব মেয়েদের মতো নিজেকে সাজিয়ে রাখছেন অলটাইম। নতুন নতুন হেয়ারস্টাইল, রঙিন পোশাকে ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগে আবার নিজের জন্মদিন উদযাপনের ভিডিও ইনস্টাগ্রামে (Instagram) পোস্ট করেছেন অভিনেত্রী। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ditipriya Roy (@roy_ditipriya)

[আরও পড়ুন: Taliban Terror: ‘ভারতে এসে প্রাণে বাঁচলাম’, তালিবানের ভয়ে দেশ ছেড়েছিলেন সলমনের নায়িকা Warina Hussain]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে