Advertisement
Advertisement
Bengali Serial TRP

IPL-এর জেরে বাংলা সিরিয়ালের টিআরপিতে ধস! গেরোয় জি থেকে জলসা, কে কোথায়?

চড়চড়িয়ে কমল বাংলা ধারাবাহিকের TRP।

During IPL season Bengali serials TRP chart
Published by: Sandipta Bhanja
  • Posted:April 4, 2024 3:42 pm
  • Updated:April 4, 2024 3:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২২ মার্চ থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আর দিন দশেক যেতে না যেতেই তার জেরে বাংলা সিরিয়ালের টিআরপিতে ধস। আইপিএল-এর মরশুমে এমন পরিস্থিতি যে, প্রথম স্থানাধিকার করা ধারাবাহিকেরও নম্বর মাত্র ৭.৮। টিআরপি তালিকার শীর্ষে থাকা সিরিয়ালের টিআরপি যেখানে সাধারণত ৯ নম্বর-এর ঘরে থাকে। সেখানে একধাক্কায় প্রায় ২ নম্বর কমে গিয়েছে।

বিগত দু সপ্তাহ ধরে টিআরপি তালিকার শীর্ষে থাকত ‘ফুলকি’। জি বাংলার দুই সিরিয়াল ‘নিম ফুলের মধু’ এবং ‘জগদ্ধাত্রী’কে টেক্কা দিচ্ছিল। তবে এবার আইপিএল-এর মরশুমে সব হিসেব উলট-পালট হয়ে গেল! ৭.৮ নম্বর নিয়ে ‘ফুলকি’কে ছাপিয়ে গেল ‘নিম ফুলের মধু’। অন্যদিকে ‘ফুলকি’ এবং ‘জগদ্ধাত্রী’র টিআরপি নম্বর যথাক্রমে ৭.৬ এবং ৭.৩।

Advertisement

বছর দুয়েক ধরেই মেগা সিরিয়ালের মার্কেটে রমরমিয়ে চলছে ‘জগদ্ধাত্রী’। সম্প্রতি মুক্তি পাওয়া প্রোমোতেও চমক! জগদ্ধাত্রী সম্ভবত মা হতে চলেছে। টিআরপির মার্কশিটে জি বাংলাকে এগিয়ে রাখতে এই সিরিয়ালের জুড়ি মেলা ভার! আগামীতে ‘জগদ্ধাত্রী’ দর্শকদের জন্য যে আরও চমক অপেক্ষা করছে, তা বলাই বাহুল্য। অন্যদিকে দোল স্পেশাল পর্ব দেখিয়েই বাজিমাত করল ‘নিম ফুলের মধু’।

Advertisement

[আরও পড়ুন: রাপ্পা রায় এবার বড় পর্দায়, গ্রাফিক নভেল নিয়ে ছবি মৈনাক ভৌমিকের]

একনজরে টিআরপি চার্ট

নিম ফুলের মধু- ৭.৮
ফুলকি- ৭.৬
জগদ্ধাত্রী- ৭.৩
গীতা এলএলবি- ৬.৯
কোন গোপনে মন ভেসেছে- ৬.৫
কথা- ৬.৩
অনুরাগের ছোঁয়া এবং কার কাছে কই মনের কথা- ৫.৫
বধূয়া- ৫.১
জল থই থই ভালোবাসা এবং আলোক কোলে- ৫.০
মিঠিঝোড়া- ৪.৭

[আরও পড়ুন: মুম্বইয়ের রাস্তায় ৬ কোটির গাড়ি নিয়ে রণবীর কাপুর, ‘রথ’ থামিয়ে বৃদ্ধকে টাকাও দিলেন ‘রাম’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ