Advertisement
Advertisement
Madan Mitra and Tiyasha Roy

সোনাগাছির দুর্গোৎসবের খুঁটি পুজোয় মদন মিত্রর সঙ্গী ‘কৃষ্ণকলি’ তিয়াশা, বাজালেন ঢাক

পুজোর বাদ্যিতে কীভাবে মজেছেন নেতা ও অভিনেত্রী? দেখুন ভিডিও।

Madan Mitra and Tiyasha Roy took part at Khuti Puja of Durbar Committee Durga Puja | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 1, 2021 2:21 pm
  • Updated:July 1, 2021 3:55 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনাগাছির দুর্গোৎসবের (Durga Puja 2021) খুঁটি পুজোয় গিয়েছিলেন মদন মিত্র (Madan Mitra)। সঙ্গে ছিলেন বাংলা টেলিভিশনের ‘কৃষ্ণকলি’ মানে তিয়াশা রায় (Tiyasha Roy)। একসঙ্গে ঢাকও বাজান দু’জনে। ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করেছেন তৃণমূল নেতা।

কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন মদন মিত্র। কিন্তু হাসাপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই স্বমহিমায় ফেরেন তিনি। কখনও রক্তদান শিবিরে পৌঁছে যান, কখনও আবার দুস্থ শিশু-মহিলাদের নিজের হাতে খাবার পরিবেশন করে। কিছুদিন আগে আবার রিকশাও চালিয়েছিলেন। এবার দুর্বার কমিটির খুঁটি পুজোতে পৌঁছে যান তিয়াশাকে নিয়ে।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Madan Mitra (@madanmitraofficial)

Advertisement

[আরও পড়ুন: ‘আমি পরিবারের কুসন্তান’, অভিমানী যশের পোস্ট, পরিবারের সঙ্গে দূরত্ব বাড়ছে তারকার?]

বুধবার সোনাগাছিতে দুর্বার কমিটির খুঁটি পুজো হয়। সাদা পাঞ্জাবি পরে সেখানে গিয়েছিলেন মদন মিত্র। চোখে ছিল কালো চশমা। তিয়াশার পরেছিলেন প্রিন্টেড পোশাক। প্রথমে খুঁটি ধরে পুজোয় যোগ দেন দু’জনে। তারপরই ঢাকের কাঠি হাতে তুলে নেন আর পুজোর বাদ্যি বাজাতে থাকেন।

এ বিষয়ে কথা বলতে গিয়ে মদন মিত্র জানান, যে এলাকার মাটি ছাড়া প্রতিমা তৈরি হয় না সেই এলাকায় মাতৃ আরধনা হবে না তা হতে পারে না। প্রতি বছর যেন দুর্বার কমিটির মা-বোনেরা এই পুজো করতে পারেন, সেই প্রার্থনা করেন তিনি। এদিন খুঁটি পুজোর পাশাপাশি দুর্বার কমিটির সদস্যদের শাড়ি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসও দেওয়া হয়।  বৃহস্পতিবার জাতীয় চিকিৎসক দিবসের (National Doctors Day) শুভেচ্ছাও জানিয়েছেন কামারহাটির বিধায়ক।  ক্যাপশনে তৃণমূল নেতা লিখেছেন, “ওষুধে রোগ নিরাময় হয়, কিন্তু চিকিৎসকরা মানুষকে সারিয়ে তোলেন। আমরা চিকিৎসকদের কাছে ঋণী।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Madan Mitra (@madanmitraofficial)

[আরও পড়ুন: জঙ্গি হানার গল্প নিয়ে প্রথম ওয়েব সিরিজেই চমক দিতে চলেছেন অক্ষয় খান্না]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ