Advertisement
Advertisement
Rajrajeswari Rani Bhabani-Star Jalsha

দীর্ঘ টানাপোড়েনের ইতি, এই দিন থেকেই শুরু রাজনন্দিনীর ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রানি ভবানী’

কবে থেকে পর্দায় আসছে 'রাজরাজেশ্বরী রানি ভবানী'?

Star Jalsha's new serial Rajrajeswari Rani Bhabani will telecast soon
Published by: Arani Bhattacharya
  • Posted:June 24, 2025 5:29 pm
  • Updated:June 24, 2025 5:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে সমস্ত জল্পনার অবসান। টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করতে চলেছে নতুন ধারাবাহিক রাজরাজেশ্বরী রানি ভবানী’। শুটিং শুরু হয়ে গেলেও ঠিক কোন স্লটে এই ধারাবাহিক আসবে ও কবে থেকে এই ধারাবাহিক দেখা যাবে তা নিয়ে নানা প্রশ্ন ছিলই। এবার সেসবের অবসান ঘটতে চলেছে।

Advertisement

অনেকদিন আগেই এই ধারাবাহিকের ঘোষণা হয়ে গেলেও স্লট নিয়ে চলছিল নানা টানাপোড়েন। অবশেষে সেসবের অবসান ঘটিয়ে ঘোষণা করা হল আগামী ৭ জুলাই থেকে রাত সাড়ে আটটার স্লটে দেখা যাবে নতুন এই ধারাবাহিক। স্টার জলসার পেজে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে ‘রাজরাজশ্বরী রানি ভবানী’ ধারাবাহিক সম্প্রচারের দিনক্ষণ। উল্লেখ্য, এই ধারাবাহিকের হাত ধরেই প্রথম ছোটপর্দায় অভিনয় করতে চলেছেন ইন্দ্রানী দত্ত কন্যা রাজনন্দিনী পাল। নতুন কাজ নিয়ে তিনি যে ভীষণই উচ্ছ্বসিত তা আগেই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন।

 

ইতিহাসনির্ভর এই ধারাবাহিক দেখার জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন দর্শক। স্টার জলসার এই ধারাবাহিকে উঠে আসবে রানি ভবানীর নাটোরের রানি হয়ে ওঠার গল্প। একইসঙ্গে থাকবে তাঁর তারাপীঠসহ একাধিক মন্দির সংস্কার ও নির্মাণের নান ঘটনা। কীভাবে ইংরেজদের হাত থেকে বাংলাকে রক্ষা করেছিলেন রানি ভবানী সেকথাও তুলে ধরা হবে এই ধারাবাহিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement