Advertisement
Advertisement
Moumita Sarkar

কাজের চাপ, ঘন ঘন প্যানিক অ্যাটাক!, ‘লাভ বিয়ে আজকাল’ ছাড়লেন অভিনেত্রী মৌমিতা

মৌমিতার জায়গায় কে এসেছেন ধারাবাহিকে?

Television Actress Moumita Sarkar out of Tv serial| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 29, 2023 12:24 pm
  • Updated:November 29, 2023 12:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ করেই বদলে গেল টেলি ধারাবাহিক ‘লাভ বিয়ে আজকাল’-এর অভিনেত্রী মৌমিতা সরকার। এই ধারাবাহিকে শ্রাবণের চরিত্রে অভিনয় করছিলেন মৌমিতা। কিন্তু হঠাৎই শুটিং ফ্লোরে অসুস্থ হয়ে পড়লেন তিনি। বার বার প্যানিক অ্যাটাকের শিকারও হলেন মৌমিতা। শেষমেশ এই সিরিয়াল থেকে বিদায় নিলেন অভিনেত্রী। খবর, তাঁর জায়গায় এই ধারাবাহিকে আসছেন টেলি দুনিয়ার জনপ্রিয় মুখ তৃণা সাহা।

[আরও পড়ুন: Filmfare OTT: আলিয়া-মনোজ-সোনাক্ষীদের হাতে ব্ল্যাক লেডি, আর কারা পেলেন পুরস্কার?]

তা ঠিক কী ঘটে মৌমিতার সঙ্গে?

Advertisement

এক সংবাদমাধ্যমকে মৌমিতা জানিয়েছেন, ‘লাভ বিয়ে আজকাল ধারাবাহিকের কাজের চাপ সহ্য করতে পারছিলাম না। কাজের মাঝেই প্যানিক অ্যাটাকের শিকার হই। শরীর এতটাই অসুস্থ হয় যে টানা ৬ দিন হাসপাতালে ভর্তি ছিলাম। ভেবেছিলাম বিশ্রাম নিলেই হয়তো সুস্থ হয়ে যাব। কিন্তু কিছুতেই পরিস্থিতি সামলাতে পারছিলাম না। শেষমেশ, ধারাবাহিকটা ছাড়তেই হল। মৌমিতা জানিয়েছেন, নিয়ম করে মনোবিদের কাছে যাচ্ছি। একটা সেশনও মিস করছি না।’ মৌমিতা জানিয়েছেন, আপাতত বিশ্রামেই রয়েছেন তিনি। এরপর ডাক্তারের পরামর্শে ঘুরতেও যাবেন। ‘লাভ বিয়ে আজকাল’ ধারাবাহিকে তৃণাকে দেখা গিয়েছে ২৮ নভেম্বরে টেলিকাস্ট হওয়া এপিসোড থেকে।

[আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ‘রক্তবীজ’-এর ইতিহাস! প্রথম কোনও বাংলা সিনেমার স্ক্রিনিং হবে এই দ্বীপরাষ্ট্রে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement