সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ব্যান্ড বাজা বারাত’ নিয়ে একেবারে তৈরি হয়েও বলিউডে প্রবেশ করেছিলেন। কোনও পারিবারিক ঐতিহ্য নেই, নেই কোনও গড ফাদার। তবে নিজের হটকে আন্দাজ নিয়েই কেরামতি দেখিয়েছেন। দিব্যি বলিউডের ‘বাজিরাও’ হয়ে উঠেছেন। এবার আরও একটি বিরল সম্মান পেতে চলেছেন রণবীর সিং। খুব শিগগিরিই প্যারিসের গ্রেভিন ওয়্যাক্স মিউজিয়ামে বসতে চলেছে তাঁর মোমের মূর্তি। শাহরুখ খান আর ঐশ্বর্য রাইয়ের পর তিনিই বি-টাউনের একমাত্র বাসিন্দা, যিনি এই বিরল সম্মান পেতে চলেছেন।
[স্বেচ্ছায় শয্যাসঙ্গী হন চরিত্রহীন অভিনেত্রীরা, সাংসদের মন্তব্যে বিতর্কের ঝড়]
ঘটনার সূত্রপাত গত বছরই হয়ে গিয়েছিল। যখন প্যারিসে আদিত্য চোপড়ার ‘বেফিকরে’র শুটিং করছিলেন রণবীর। সে সময়ই ওয়াক্স মিউজিয়ামের কারিগররা রণবীরের শরীরের মাপ নিয়ে নিয়েছিলেন। শোনা গিয়েছে, খুব শিগগিরিই সেই মূর্তি উন্মোচিত করা হবে। রণবীরের অনুরাগীরা অবশ্য আশা করেছিলেন তারকার ৩২ বছরের জন্মদিনেই তা দেখতে পাবেন। তবে যখনই তা দেখতে পান, তাঁকে রণবীরের জন্মদিনের উপহার হিসেবেই মনে করছেন তাঁরা।
Guess who’s being measured for a wax statue ❤️ pic.twitter.com/mpnFcL3Zkm
— Ranveer’s Cafe ☕️ (@ranveercafe69) December 7, 2016
এদিকে অভিনেতা নিজে জন্মদিনটা পালন করলেন একটু অন্যভাবে। নিজেকেই একটি অ্যাসটন মারটিন গাড়ি উপহার দিয়েছেন রণবীর সিং। বুধবার রাতেই তাতে নিজের ‘মস্তানি’ দীপিকাকে নিয়ে গিয়েছিলেন বাজিরাও। দু’জনে মিলে রোম্যান্টিক লং ড্রাইভে যান। সূত্রের খবর মানলে, এরপর রণবীরের বাড়িতে তাঁর জন্মদিন সেলিব্রেট করা হয়। সেখানেও উপস্থিত ছিলেন তাঁর ‘লেভি লাভ’ দীপিকা।
[জানেন বলিউডের দ্বিতীয় পারফেকশনিস্ট কেন বলা হয় রাজকুমারকে?]