BREAKING NEWS

৩ আশ্বিন  ১৪৩০  বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

কাটল জটিলতা, ভোটের ফলাফলের পরেই মুক্তি মোদির বায়োপিকের

Published by: Sayani Sen |    Posted: May 3, 2019 12:00 pm|    Updated: May 3, 2019 12:06 pm

Vivek Oberoi starrer 'PM Narendra Modi' biopic to release on May 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:পিএম নরেন্দ্র মোদি’ নিয়ে জটিলতার অবসান৷ বিবেক ওবেরয় অভিনীত ছবির দিনক্ষণ ঘোষিত হল৷ আগামী ২৪ মে দর্শকরা সেলুলয়েডের প্রধানমন্ত্রীকে দেখতে পাবেন৷ প্রযোজক সন্দীপ সিং টুইটে একথা জানান৷ ভোট পরবর্তী সময়ে ছবি মুক্তির ঘটনায় যদিও অসন্তুষ্ট নির্মাতারা৷

[ আরও পড়ুন: ‘পিএম নরেন্দ্র মোদি’র পর ‘বাঘিনী’, ছবি মুক্তিতে নিষেধাজ্ঞা কমিশনের]

ছবির নামেই স্পষ্ট বোঝা গিয়েছিল কী হতে পারে ‘পিএম নরেন্দ্র মোদি’র বিষয়বস্তু৷ ট্রেলারও সেই সম্ভাবনাগুলিতেই সিলমোহর দিয়েছে৷ মোদির জীবনের নানা ওঠাপড়া, সংঘের সঙ্গে তাঁর সম্পর্ক, গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হওয়ার যাত্রাপথ সবই দেখা গিয়েছিল ছবির ট্রেলারে৷ তারপরই মোদির বায়োপিক মুক্তির দিনক্ষণ নিয়ে তৈরি হয়েছিল জটিলতা৷ ভোটের আবহে প্রথমে ৫ এপ্রিল এবং পরে ১১ এপ্রিল ছবি মুক্তির কথা ছিল৷ কিন্তু নির্বাচনের সময় এই ছবি ভোটারদের প্রভাবিত করবে বলেই আশঙ্কা করে বিরোধীরা৷ তাই ছবি মুক্তি নিয়ে বিরোধিতা শুরু করে কংগ্রেস৷ সেই জল গড়ায় সর্বোচ্চ আদালতেও৷ সুপ্রিম কোর্টের বিচারপতিরা যদিও বল ঠেলে দেন নির্বাচন কমিশনের কোর্টে৷ শীর্ষ আদালত ছবি দেখে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ছেড়ে দেন কমিশনের কর্তাদের উপর৷ আগামী ১৯ মে পর্যন্ত ছবি মুক্তি কোনওভাবেই সম্ভব নয় বলেই জানিয়ে দেয় নির্বাচন কমিশন

[ আরও পড়ুন: ‘ভোট দেননি কেন?’ প্রশ্ন শুনেই রুদ্রমূর্তি ধারণ অক্ষয় কুমারের]

এদিকে, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ সেলুলয়েডের প্রধানমন্ত্রী৷ কেন ১৯ মে পর্যন্ত ছবি মুক্তি সম্ভব নয়, তার স্পষ্ট কারণ জানতে চেয়ে নির্বাচন কমিশনে চিঠিও পাঠান ‘পিএম নরেন্দ্র মোদি’র নির্মাতারা৷ এরপরই শুক্রবার প্রযোজক সন্দীপ সিং টুইটে ছবি মুক্তির দিনক্ষণ ঘোষণা করেন৷ ভোটের ফলাফল ঘোষণার ঠিক পরেরদিনই মুক্তি পাবে ‘পিএম নরেন্দ্র মোদি’৷ ওয়াকিবহাল মহলের মতে, ভোটের আবহে মোদির বায়োপিক মুক্তি পেলে, তা হয়তো অনেক বেশি জনপ্রিয়তা পেত৷ কিন্তু ভোটের ফলাফল ঘোষণার পরেরদিন মুক্তি পেয়ে ছবি আদতে কতটা ব্যবসা করবে, তা নিয়ে চিন্তিত সকলেই৷ 

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে