Advertisement
Advertisement

Breaking News

পিএম নরেন্দ্র মোদি

কাটল জটিলতা, ভোটের ফলাফলের পরেই মুক্তি মোদির বায়োপিকের

কী প্রতিক্রিয়া প্রযোজকের?

Vivek Oberoi starrer 'PM Narendra Modi' biopic to release on May 24, 2019
Published by: Sayani Sen
  • Posted:May 3, 2019 12:00 pm
  • Updated:May 3, 2019 12:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:পিএম নরেন্দ্র মোদি’ নিয়ে জটিলতার অবসান৷ বিবেক ওবেরয় অভিনীত ছবির দিনক্ষণ ঘোষিত হল৷ আগামী ২৪ মে দর্শকরা সেলুলয়েডের প্রধানমন্ত্রীকে দেখতে পাবেন৷ প্রযোজক সন্দীপ সিং টুইটে একথা জানান৷ ভোট পরবর্তী সময়ে ছবি মুক্তির ঘটনায় যদিও অসন্তুষ্ট নির্মাতারা৷

[ আরও পড়ুন: ‘পিএম নরেন্দ্র মোদি’র পর ‘বাঘিনী’, ছবি মুক্তিতে নিষেধাজ্ঞা কমিশনের]

ছবির নামেই স্পষ্ট বোঝা গিয়েছিল কী হতে পারে ‘পিএম নরেন্দ্র মোদি’র বিষয়বস্তু৷ ট্রেলারও সেই সম্ভাবনাগুলিতেই সিলমোহর দিয়েছে৷ মোদির জীবনের নানা ওঠাপড়া, সংঘের সঙ্গে তাঁর সম্পর্ক, গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হওয়ার যাত্রাপথ সবই দেখা গিয়েছিল ছবির ট্রেলারে৷ তারপরই মোদির বায়োপিক মুক্তির দিনক্ষণ নিয়ে তৈরি হয়েছিল জটিলতা৷ ভোটের আবহে প্রথমে ৫ এপ্রিল এবং পরে ১১ এপ্রিল ছবি মুক্তির কথা ছিল৷ কিন্তু নির্বাচনের সময় এই ছবি ভোটারদের প্রভাবিত করবে বলেই আশঙ্কা করে বিরোধীরা৷ তাই ছবি মুক্তি নিয়ে বিরোধিতা শুরু করে কংগ্রেস৷ সেই জল গড়ায় সর্বোচ্চ আদালতেও৷ সুপ্রিম কোর্টের বিচারপতিরা যদিও বল ঠেলে দেন নির্বাচন কমিশনের কোর্টে৷ শীর্ষ আদালত ছবি দেখে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি ছেড়ে দেন কমিশনের কর্তাদের উপর৷ আগামী ১৯ মে পর্যন্ত ছবি মুক্তি কোনওভাবেই সম্ভব নয় বলেই জানিয়ে দেয় নির্বাচন কমিশন

Advertisement

[ আরও পড়ুন: ‘ভোট দেননি কেন?’ প্রশ্ন শুনেই রুদ্রমূর্তি ধারণ অক্ষয় কুমারের]

এদিকে, নির্বাচন কমিশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ সেলুলয়েডের প্রধানমন্ত্রী৷ কেন ১৯ মে পর্যন্ত ছবি মুক্তি সম্ভব নয়, তার স্পষ্ট কারণ জানতে চেয়ে নির্বাচন কমিশনে চিঠিও পাঠান ‘পিএম নরেন্দ্র মোদি’র নির্মাতারা৷ এরপরই শুক্রবার প্রযোজক সন্দীপ সিং টুইটে ছবি মুক্তির দিনক্ষণ ঘোষণা করেন৷ ভোটের ফলাফল ঘোষণার ঠিক পরেরদিনই মুক্তি পাবে ‘পিএম নরেন্দ্র মোদি’৷ ওয়াকিবহাল মহলের মতে, ভোটের আবহে মোদির বায়োপিক মুক্তি পেলে, তা হয়তো অনেক বেশি জনপ্রিয়তা পেত৷ কিন্তু ভোটের ফলাফল ঘোষণার পরেরদিন মুক্তি পেয়ে ছবি আদতে কতটা ব্যবসা করবে, তা নিয়ে চিন্তিত সকলেই৷ 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ