সরস্বতী পুজো মানে হলুদ শাড়ি, হলুদ পাঞ্জাবি। কীভাবে ক্যারি করবেন এই গোলমেলে রং? থাকল কফিহাউসের ৫ টিপস৷
প্রথমেই গায়ের রং অনুযায়ী শাড়ি অথবা পাঞ্জাবির রং বাছতে হবে। ফরসা কমপ্লেকশনে মাস্টার্ড ইয়েলো, ডার্ক ইয়েলা আর খুব হালকা হলুদ ভাল লাগবে। গমরঙা কমপ্লেকশনে মানায় লেমন ইয়েলোর মতো উজ্জ্বল হলুদ। গায়ের রং চাপা হলে ট্রাই করুন নিয়ন ইয়েলো বা সোনালি ঘেঁষা রং।
[শুভ অনুষ্ঠানে সাজের অনুষঙ্গ হোক গাঢ় ‘মেহেন্দিয়ানা’]
এখনও ভ্যাপসা গরম পড়েনি, তাই সুতি আর লিনেনের বাইরেও ফ্যাব্রিক ট্রাই করা যায়। হালকা সিল্ক বা চান্দেরি সকালের পুজোয় খুব ভাল লাগবে।
হলুদ শাড়ির সঙ্গে কনট্রাস্ট রঙের ব্লাউজ ভাল লাগবে। সবুজ বা লাল তো আছেই, ট্রাই করতে পারেন গোলাপি, নীল, সাদা, গ্রে, অরেঞ্জ বা বেগুনি। ছেলেরা হলুদ পাঞ্জাবির উপর কনট্রাস্ট রঙের নেহরু জ্যাকেট পরলে স্মার্ট দেখাবে।
[জানেন কি, লিপস্টিকের রঙেই লুকিয়ে আপনার ব্যক্তিত্ব?]
হলুদ খুব চিয়ারফুল রং৷ তাই আপনার লুকেও থাকুক হাসিখুশির ছোঁয়া। পমপম দেওয়া চটি বা রঙিন পুঁথির গয়না ব্যবহার করে ফ্রেশ লাগবে।
[মেক-আপ ছাড়াই হয়ে উঠুন মোহময়ী, জেনে নিন কীভাবে]
সরস্বতী পুজো অনেকেরই প্রথম শাড়ি পরার দিন। এ ক্ষেত্রে খুব ভাল করে শাড়ি পিন করুন। না হলে শাড়ি সামলাতে সামলাতে পুজোয় বেড়ানোর মজাটাই মাটি হয়ে যাবে।