Advertisement
Advertisement
লোকসভা

লোকসভায় ভরাডুবির জের, রাজ্যের একাধিক মন্ত্রীর ছাঁটা হচ্ছে ডানা

পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী হিসাবে ফেরানো হচ্ছে সুব্রত মুখোপাধ্যায়কে

TMC ministers face heat after Lok Sabha poll debacle
Published by: Subhamay Mandal
  • Posted:May 28, 2019 5:34 pm
  • Updated:May 28, 2019 5:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেমন ভাবা তেমন কাজ। লোকসভা নির্বাচনে অপ্রত্যাশিত খারাপ ফলের পর দলের মধ্যেই হারের অন্তর্তদন্তের কথা বলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তারই প্রভাব পড়তে চলেছে রাজ্যের মন্ত্রিসভায়। যে যে জায়গায় ভরাডুবি, সেখানকার মন্ত্রীদের উপরেই মূলত কোপ পড়তে চলেছে বলে নবান্ন সূত্রে খবর। মোট ৮-১০ জন মন্ত্রীর ডানা ছাঁটা হতে পারে বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে অন্যতম রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং পর্যটনমন্ত্রী গৌতম দেব রয়েছেন বলে খবর। সেইসঙ্গে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী হিসাবে ফেরানো হচ্ছে সুব্রত মুখোপাধ্যায়কে। লোকসভা ভোটে তাঁকে তৃণমূল প্রার্থী করেছিল বাঁকুড়া কেন্দ্রে। তখনই পঞ্চায়েত দপ্তরের দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে নেওয়া হয়। বাঁকুড়ায় তিনি পরাজিত হতেই ফের পুরনো দপ্তরে ফিরিয়ে আনা হচ্ছে তাঁকে বলে সূত্রের খবর।

[আরও পড়ুন: ‘মমতার পাশে আছি’, দলবদলের জল্পনায় জল ঢেলে ফেসবুকে পোস্ট শীলভদ্রর]

Advertisement

লোকসভা নির্বাচনে রাজ্যের একাধিক কেন্দ্রে ভরাডুবি তৃণমূলের। সবচেয়ে খারাপ ফল উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের জেলাগুলিতে। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, রায়গঞ্জে হেরে গিয়েছে তৃণমূল। কোচবিহারের নাটাবাড়ি কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মূলত কোচবিহার কেন্দ্রের দায়িত্বে ছিলেন। সেখানে বিপুল ভোটে জয়ী হন একদা তৃণমূলের যুবনেতা তথা বর্তমানে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। একইভাবে দার্জিলিং এবং জলপাইগুড়ি কেন্দ্রে পরাজীত হয়েছেন তৃণমূলের প্রার্থীরা। রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবের উপর সেই খারাপ ফলেরই খাঁড়া নেমে আসতে চলেছে বলে সূত্রের খবর। এছাড়াও উত্তরবঙ্গের এবং জঙ্গলমহলের দায়িত্বে থাকা আরও বেশ কয়েকজন মিলিয়ে মোট ৮-১০ জন মন্ত্রীর ডানা ছাঁটা হচ্ছে বলে খবর। কারও দপ্তর বদল হতে পারে আবার কারও মন্ত্রিত্বও যেতে পারে বলে আশঙ্কা।

সেইসঙ্গে সেইসঙ্গে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী হিসাবে ফেরানো হচ্ছে সুব্রত মুখোপাধ্যায়কে। ভোটের সময় পঞ্চায়েত দপ্তর থেকে তাঁকে অব্যাহতি দিয়ে শুধুমাত্র জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের দায়িত্বেই রাখা হয়। কিন্তু ভোট মিটতেই পুরনো দপ্তরে ফেরানো হচ্ছে তাঁকে বলে নবান্ন সূত্রের খবর।

[আরও পড়ুন: দলীয় কার্যালয় পুনরুদ্ধারে গিয়ে বিরোধীদের বিক্ষোভের মুখে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement