Advertisement
Advertisement

Breaking News

করোনা ভাইরাস

এবার বিদেশমন্ত্রকেও করোনার থাবা, আক্রান্ত দুই আধিকারিক

সিল করা হল দুই বিভাগের অফিস।

2 Officials tested positive of Ministry of External Affairs
Published by: Subhamay Mandal
  • Posted:May 30, 2020 3:49 pm
  • Updated:May 30, 2020 3:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার করোনার থাবা ভারতের বিদেশমন্ত্রকেও (Ministry of External Affairs)। মন্ত্রকে কর্মরত দুই অফিসারের শরীরে ধরা পড় মারণ জীবাণু। এরপরই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বেশ কিছু আধিকারিককে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। এই নিয়ে চাপা উত্তেজনার পরিবেশ বিদেশমন্ত্রকের অন্দরে।

জানা গিয়েছে, বিদেশমন্ত্রকের সেন্ট্রাল ইউরোপ বিভাগে কর্মরত এক আধিকারিক করোনা পজিটিভ হয়েছেন। আরেকজন আধিকারিক আইন বিভাগে কর্মরত যিনি করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের সংস্পর্শে গত কয়েকদিন যাঁরা যাঁরা এসেছেন তাঁদের প্রত্যেককেই হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দুই বিভাগের ঘর জীবাণুমুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, করোনা আবহে বিদেশে আটকে পড়া ভারতীয়দের আনার ক্ষেত্রে এই সময় বড় ভূমিকা পালন করেছে বিদেশমন্ত্রক। আতঙ্কের মধ্যেও কাজ চালিয়ে যাচ্ছিলেন কর্মী-আধিকারিকরা। কিন্তু এবার করোনার থাবা পড়ায় উত্তেজনা বাড়ল বিদেশমন্ত্রকে।

Advertisement

[আরও পড়ুন: করোনা আবহে কোথায় সাধ্বী প্রজ্ঞা? ‘নিরুদ্দেশ’ পোস্টার নিয়ে সরব রাজ্য বিজেপি]

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৬৪ জন। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। শুক্রবারই রেকর্ড গড়ে একদিনে ৭ হাজার ৪৬৬ জনের শরীরে মিলছিল COVID-19 জীবাণু। শনিবার সেই রেকর্ডও ভেঙে গেল। এর ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৭৩ হাজার ৭৬৩। এদিকে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৬৫ জনের। ফলে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৯৭১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, আপাতত দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৮৬ হাজার ৪২২ জন। সুস্থ হয়েছেন ৮২ হাজার ৩৭০ জন। সুস্থতার হারও আক্রান্তের হারের মতোই বেড়েছে। যদিও সেটা কতটা স্বস্তির তা নিয়ে প্রশ্ন আছে।

Advertisement

[আরও পড়ুন: বিতর্ক এড়ানোর চেষ্টা! বর্ষপূর্তিতে স্বরাষ্ট্রমন্ত্রকের সাফল্যের তালিকায় উল্লেখ নেই CAA’র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ