Advertisement
Advertisement

Breaking News

কনৌজ

কনৌজের যাত্রীবাহী বাসে ভয়াবহ আগুন, মৃত্যুর আশঙ্কা কমপক্ষে ২০ জনের

নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

20 dead after bus catches fire in Uttar Pradesh's Kannauj
Published by: Bishakha Pal
  • Posted:January 11, 2020 8:57 am
  • Updated:January 11, 2020 8:57 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডাবল ডেকার বাসে আগুন লেগে মৃত্যু হল কমপক্ষে ২০ জনের। উত্তরপ্রদেশের কনৌজে শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটে। বাসের সঙ্গে উলটো দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তার ফলেই বাসে আগুন ধরে যায়। বাসে প্রায় ৪৬ জন যাত্রী ছিলেন। বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসে যখন আগুন লাগে তখন অনেক রাত। ফলে অধিকাংশেরও বেশি যাত্রী ঘুমোচ্ছিলেন। তাই আগুন লাগার পর তা বুঝতেই খানিকটা সময় চলে যায়। বুঝতে পারার পরই কয়েকজন বাসের দরজা ও জানালা খুলে বাইরে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু মাত্র ১০ থেকে ১২ জনই সফল হন। কিন্তু বাকিরা বাসের মধ্যেই আটকে পড়েন। আগুন লাগার খবর পাওয়ার পর প্রথমে স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও দমকল ঘটনাস্থলে পৌঁছয়। এমনকী তাদের পৌঁছতে দেরি হয় বলেও উঠছে অভিযোগ।

Advertisement

[ আরও পড়ুন: চলছে বিধি তৈরির কাজ, বিক্ষোভ উপেক্ষা করেই দেশজুড়ে CAA কার্যকর করল কেন্দ্র ]

পুলিশ সূত্রে খবর, জয়পুর যাচ্ছিল বাসটি। কনৌজের কাছে ছিবরামউ থানা এলাকায় জিটি রোডে একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রায় সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় বাসটিতে। খবর দেওয়া হয় দমকলে। ৩ থেকে ৪টি ইঞ্জিন প্রায় ৩০ থেকে ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনায় প্রায় ২০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যদিও মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। কানপুর রেঞ্জের মোহিত আগরওয়াল জানিয়েছেন, ২১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় একটি হাসপাতালে ভরতি রয়েছেন তাঁরা। কনৌজের জেলাশাসক রবীন্দ্র কুমার জানিয়েছেন, কনৌজ ও মইনপুর থেকে দমকল ডাকা হয়েছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত বাসের মধ্যে অনেকেই আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।

Advertisement

এই দুর্ঘটনার পর ময়দানে নেমে পড়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি। উদ্ধার কাজ ও আহতদের সঠিক চিকিৎসার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশও দিয়েছেন। শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। টুইটারে তিনি লিখেছেন, মৃতদের পরিবারের প্রতি সমবেদনা রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেছেন তিনি।

[ আরও পড়ুন: ‘কোনও অন্যায় করিনি, আমার কাছেও প্রমাণ আছে’, দিল্লি পুলিশের পালটা দিলেন ঐশী ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ