Advertisement
Advertisement

Breaking News

ফুঁসছে যমুনা, লোহা পুল ভেঙে বিপর্যস্ত রাজধানীর রেল পরিষেবা

বাতিল করা হয়েছে অন্তত ২৭টি এক্সপ্রেস৷

27 trains cancelled due to closure of Yamuna bridge
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 30, 2018 12:01 pm
  • Updated:July 30, 2018 12:11 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি৷ ফুঁসছে যমুনা৷ জলের তোড়ে ইতিমধ্যেই ভেসে গিয়েছে রেল ব্রিজ৷ যমুনায় লোহা পুল ভেঙে যাওয়ার থমকে রাজধানীর রেল পরিষেবা৷ ঘুরপথে চালানো হচ্ছে একাধিক ট্রেন৷ বাতিল করা হয়েছে অন্তত ২৭টি এক্সপ্রেস৷ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লি-হাওড়া লাইনের রেল সেতু৷ যমুনার নদীর জলের তোড়ে ইতিমধ্যেই ভাঙন ধরতে শুরু করেছে৷

[নাম নেই নাগরিকপঞ্জির চূড়ান্ত খসড়ায়, অসমে রাতারাতি উদ্বাস্তু ৪০ লক্ষ মানুষ]

ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, বিপদসীমা অতিক্রম করেছে যমুনা৷ এখনও পর্যন্ত ২০৫.৫৩ মিটারের উপর দিয়ে বইছে নদীর জল৷ লাগাতার বৃষ্টি ও ফুঁসতে থাকা যমুনার তোড়ে এদিন রাতে ভেঙে পড়ে লোহা ব্রিজের একাংশ৷ তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় রেল পরিষেবা৷ ২৭টি ট্রেন বাতিল করে দেওয়া হয়৷ হঠাৎ ট্রেন বাতিলের ঘোষণায় চূড়ান্ত সমস্যায় পড়েন বহু যাত্রী৷ ব্রিজ ভাঙার কারণে বেশ কয়কটি ট্রেন ঘুরপথে চালানো হয় বলে বলেও জানা গিয়েছে৷ দিল্লি ঢোকার মুখে প্রায় অধিকাংশ ট্রেনকে এই সেতুটি অতিক্রম করতে হয়৷ গুরুত্বপূর্ণ এই সেতুটির একাংশে সমস্যা দেখা দেওয়ায় থমকে যায় গোটা পরিষেবা৷ রেল পরিষেবা দ্রুত স্বাভাবিক করতে ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে ভারতীয় রেল৷

Advertisement

[ক্যানসার কোষমুক্ত যমজ সন্তানের জন্ম, নজির গড়লেন মুম্বইয়ের চিকিৎসকরা]

পূর্ব দিল্লির জেলা শাসক কে মহেশ জানান, যমুনার জল বাড়তে থাকার কারণে রবিবার থেকে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করার কাজ হচ্ছিল৷ কিন্তু, সোমবার পরিস্থিতি বেগতিক দেখে রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে৷

Advertisement

এমনিতেই, প্রবল বৃষ্টি বিপর্যস্ত দেশের জনজীবন৷ বৃষ্টি ও বন্যার জেরে এখনও পর্যন্ত ৫৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ ক্ষয়ক্ষতি মুখে কয়েক কোটির সম্পদ৷ উত্তরপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, রাজস্থান, মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে বৃষ্টির ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ। হরিয়ানা ও হিমাচল প্রদেশেও একনাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। হরিয়ানার হাথিনীকুণ্ড ব্যারেজ থেকে পাঁচ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। যমুনার জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। এর ফলে দিল্লিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জরুরি বৈঠক ডেকেছেন। প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ