Advertisement
Advertisement

Breaking News

Farmer death

লখিমপুরের ছায়া কানপুরে! ফের যোগীরাজ্যে তিন কৃষককে পিষে দিল সরকারি কর্মীর গাড়ি

তিন কৃষকের বয়সই ষাটের বেশি।

3 farmers run over by PWD official's vehicle in Kanpur। Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:June 13, 2023 3:20 pm
  • Updated:June 13, 2023 3:20 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লখিমপুর খেরির ছায়া কানপুরে (Kanpur)। পিডব্লিউডির একটি গাড়ির বিরুদ্ধে অভিযোগ উঠল তিন কৃষককে (Farmer) পিষে মেরে ফেলার। প্রাথমিক তদন্ত থেকে জানা গিয়েছে, গাড়িতে ছিলেন এক জুনিয়র ইঞ্জিনিয়ার। গাড়ি অবশ্য চালাচ্ছিলেন তাঁর গাড়ির চালক অজিতকুমার পান্ডে। তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে প্রাথমিক তদন্ত থেকে উঠে এসেছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গিয়েছে।

ঠিক কী হয়েছিল? জানা যাচ্ছে, গাড়িটি কানপুরের সিকান্দারায় ওই ইঞ্জিনিয়ারের পরিবারকে নামিয়ে দিয়ে অযোধ্যার দিকে যাচ্ছিল। সেই সময়ই চাষের খেতের ধারের রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিলেন তিনি বর্ষীয়ান কৃষক। আচমকাই গাড়িটি তাঁদের পিষে দিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় সুরেন্দ্র সিং, অহিবরণ সিং ও ঘাসিটি যাদব নামের তিন কৃষকের। তাঁদের তিনজনেরই বয়স ষাটের উপরে। সঙ্গে সঙ্গেই গাড়িটি সেখানে দাঁড় করিয়ে রেখে পালিয়ে যান অভিযুক্ত চালক। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ইতিমধ্যেই এফআইআর দায়ের করে মামলা রুজু করা হয়েছে। সন্দেহ, পান্ডে নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।

Advertisement

[আরও পড়ুন: আধিকারিকদের শৌচালয়ে ঢুকিয়ে ব্যাংক ডাকাতি, সিসিটিভির হার্ডডিস্কও খুলে নিয়ে গেল দু্ষ্কৃতীরা]

এই ঘটনায় অনেকেই লখিমপুর খেরির ছায়া দেখছেন। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর ছেলের গাড়িতে চাপা পড়ে প্রাণ হারান চারজন কৃষক। এর জেরে মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হওয়া এলাকায় অশান্তির মধ্যে পড়ে মৃত্যু হয় আরও চারজনের। আট আটটি প্রাণ এভাবে অকালে চলে যাওয়া জাতীয় রাজনীতিতে বড় ইস্যু হয়ে ওঠে। সেই ঘটনারই ছায়া ফিরে এল কানপুরের ঘটনায়।

Advertisement

[আরও পড়ুন: ২১ গান স্যালুটে মোদিকে স্বাগত জানাবে আমেরিকা, নমো ম্যাজিকে মাত মার্কিন মুলুক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ