Advertisement
Advertisement

অভিনন্দন দেশে ফেরার আগে একাধিক জায়গায় গুলির লড়াই, শহিদ অন্তত ৫

শুক্রবার সকালে খতম করা হয়েছে ২ জঙ্গিকে৷

Security Personnel Killed In Kupwara
Published by: Soumya Mukherjee
  • Posted:March 1, 2019 7:14 pm
  • Updated:March 1, 2019 8:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে এক ঝলক দেখার জন্য ওয়াঘা সীমান্তে যখন জমতে শুরু করেছে ভিড়। পাকিস্তান থেকে ঘরের ছেলের ফেরার অপেক্ষায় যখন প্রহর গুনছেন ভারতের সমস্ত মানুষ। তখন জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারার বাবাগুন্দ এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হলেন একজন ইন্সপেক্টর-সহ পাঁচজন নিরাপত্তারক্ষী। আহত হয়েছেন এক সিআরপিএফ জওয়ান -সহ আরও আটজন৷ এখনও সেখানে গুলির লড়াই চলছে বলে জানা গিয়েছে।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে,  আগে থেকেই খবর ছিল বাবাগুন্দের ওই এলাকায় লুকিয়ে আছে জঙ্গিরা। তাদের বিরুদ্ধে অভিযান চালানোর সময়ই হান্দওয়ারায় শহিদ হয়েছেন চারজন নিরাপত্তারক্ষী। তাঁদের মধ্যে শহিদ হওয়া ইন্সপেক্টর সিআরপিএফে কর্মরত ছিলেন। তাঁর পাশাপাশি এই ঘটনায় সিআরপিএফের এক জওয়ান এবং জম্মু-কাশ্মীর পুলিশের দুই পুলিশকর্মী শহিদ হয়েছেন। গুলির লড়াই চলার মাঝে নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে স্থানীয় বাসিন্দাদের একাংশ৷

Advertisement

এদিকে, শুক্রবার সকালেই জম্মু ও কাশ্মীরে জঙ্গি এবং নিরাপত্তা রক্ষীদের মধ্যে গুলির লড়াইয়ে দুই জঙ্গিকে খতম করা হয় বলে দাবি জানিয়েছেন নিরাপত্তা আধিকারিকরা।

Advertisement

[ভারতের ডসিয়ের খুলবে সন্ত্রাসের মুখোশ, এবার কী করবে পাকিস্তান?]

সূত্রের খবর, বাবাগুন্দ এলাকার ধ্বংস হয়ে যাওয়া একটি বাড়ি থেকে আচমকা বেরিয়ে এসে গুলি চালাতে থাকে জঙ্গিরা। গুলির লড়াই চলার সময় দুই জঙ্গি মাটিতে পড়ে যায়। তারা খতম হয়েছে মনে করে এগিয়ে যান নিরাপত্তারক্ষীরা। সেসময় হঠাৎ এক জঙ্গি উঠে দাঁড়িয়ে গুলি চালাতে শুরু করে। এর ফলে শহিদ হন নিরাপত্তারক্ষীরা। পরে নিরাপত্তা রক্ষীদের গুলিতে খতম হয় ওই জঙ্গিও। এছাড়া অভিনন্দন দেশে ফেরার আগেই মেন্ধর, বালাকোট, কৃষ্ণঘাঁটি-সহ একাধিক জায়গায় নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে গুলিবর্ষণ করে পাকিস্তানের সেনাবাহিনী৷ তবে এখনও পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ