Advertisement
Advertisement

Breaking News

ভূমিকম্প

ভূমিকম্পে কেঁপে উঠল পাক অধিকৃত কাশ্মীর-সহ উত্তর ভারত, মৃত কমপক্ষে ৫

ভারতে তেমন কোনও ক্ষতি না হলেও ভয়াবহ অবস্থা পাকিস্তানে।

5 dead, 50 injured as 5.8 magnitude quake jolts POK
Published by: Soumya Mukherjee
  • Posted:September 24, 2019 7:15 pm
  • Updated:September 24, 2019 7:15 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠল পাক অধিকৃত কাশ্মীর ও উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল। এর জেরে পাকিস্তানে এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম হয়েছে আরও ৫০ জন। মঙ্গলবার বিকেল ৪ টা ৩২ মিনিটে ভূকম্পন অনুভূত হয় পাক অধিকৃত কাশ্মীরের মীরপুরে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৮।

[আরও পড়ুন: ৩৭০ অবলুপ্তির সুফল, সিয়াচেন হিমবাহের দরজা খুলতে চলছে আমজনতার জন্য]

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, এই ভূমিকম্পটির উৎসস্থল ছিল পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নিউ মীরপুর শহরের খুব কাছে। ভূ-পৃষ্টের থেকে ১০ কিলোমিটার নিচে। ভারতের শ্রীনগর থেকে ওই এলাকার দূরত্ব ১৪০ কিলোমিটার।

Advertisement

এই ভূমিকম্পের জেরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, লাহোর ও খাইবার পাখতুনখোয়া এলাকা থরথরিয়ে কেঁপে ওঠে। বিভিন্ন জায়গায় রাস্তায় ফাটল ধরে যান চলাচল বন্ধ হয়ে যায়। কম্পন অনুভূত হয় ভারতের রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকা, চণ্ডীগড়, কাশ্মীর ও হিমাচল প্রদেশের বেশ খানিকটা এলাকা। ভরা বিকেলে আচমকা এই ভূকম্পনের জেরে আতঙ্কিত হয়ে পড়ে মানুষ। প্রাণ বাঁচাতে বাড়ি ও অফিস ছেড়ে রাস্তাতেও বেরিয়ে পড়েন অনেকে। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হতেই কাটে আতঙ্ক।

Advertisement

[আরও পড়ুন: শিয়রে নির্বাচন, ‘হাউডি মোদি’র প্রশংসায় পঞ্চমুখ মুম্বই কংগ্রেসের শীর্ষ নেতা]

এদিকে ভূমিকম্পের আতঙ্ক কাটার কিছুক্ষণ বাদেই টুইটার ভরে যায় এর জেরে হওয়া ক্ষয়ক্ষতির ছবি ও ভিডিওতে। তার মধ্যে পাকিস্তানের নিউ মীরপুরে রাস্তা ধসে যাওয়ার ছবি যেমন ছিল, তেমনি ছিল নয়ডার বিভিন্ন বাড়ির ভিডিও। যা দেখে আতঙ্কিত হয়েছেন অন্য জায়গায় থাকা নেটিজেনরাও।

এপ্রসঙ্গে জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানান, এখানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। তবে কোনও জায়গা থেকেই ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ