Advertisement
Advertisement
Stray Dogs

হায়দরাবাদে একরত্তিকে কামড়ে-ছিঁড়ে খেল পথকুকুরের দল! ঘটনাস্থলেই মৃত্যু শিশুর

মর্মান্তিক সিসিটিভ ফুটেজ দেখে আঁতকে উঠছে সকলে।

5 year old Boy Dies In Stray Dogs Attack In Hyderabad | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Kishore Ghosh
  • Posted:February 21, 2023 1:47 pm
  • Updated:February 21, 2023 1:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবাসনের নিরাপত্তারক্ষী বাবা। সেখানেই পথ কুকুরের (Street Dogs) ভয়াবহ হামলায় প্রাণ গেল পাঁচ বছরের শিশুর। মর্মান্তিক ঘটনাটি তেলেঙ্গানার (Telangana)। সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, একদল পথকুকুর ছুটে এসে ঝাঁপিয়ে পড়ছে শিশুর উপরে। তাকে কামড়ে, আঁচড়ে হত্যা করে ওই কুকুরের দল। ভাইরাল ভিডিও দেখে আঁতকে উঠেছে সকলেই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি তেলেঙ্গানার নিজামাবাদের। শিশুটির নাম প্রদীপ। তার বাবা আবাসনের নিরাপত্তারক্ষী। এদিন বাবার সঙ্গেই বাড়ি থেকে বেরিয়েছিল সে। পরে একা ঘুরছিল আবাসন চত্বরে। তখনই আচমকা কুকুরের দল হামলা চালায়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, নিজেকে বাঁচাতে প্রাণপন চেষ্টা করছে সে। ছুটে পালানোর চেষ্টা করে বেশ কয়েকবার। কিন্তু খুনে মেজাজে থাকা কুকুরগুলি তা হতে দেয়নি। চারদিক থেকে তাকে ঘিরে ধরে তারা। উঠতে গেলেই মাটিতে ফেলে দিচ্ছিল। এক সময় নিস্তেজ শিশুটিকে একপাশে নিয়ে গিয়েও অত্যাচার চালানো হয়।

Advertisement

[আরও পড়ুন: আদানির বন্দর থেকে উদ্ধার মাদক বেচে নাশকতার ছক! লস্কর সম্পর্কে বিস্ফোরক দাবি NIA রিপোর্টে]

পথকুকুরের হিংস্রতায় ঘটনাস্থলে মৃত্যু হয় শিশুটির। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়টা মর্মান্তিক ভিডিও দেখে আঁতকে উঠেছে সকলে। ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন অনেকে। উল্লেখ্য, এর আগে গুজরাটের সুরাটে চার বছরের এক শিশুর মৃত্যু হয় পথকুকুরের হামলায়। চলতি বছরের জানুয়ারি মাসে বিহারে পথকুকুরের হামলায় ৮০ জন গুরুতর আহত হয়েছিলেন। তাদের হাসপাতালে ভরতি করতে হয়েছিল।

[আরও পড়ুন: ‘গোমাংস খাওয়া নিয়ে যস্মিন দেশে যদাচার বিজেপির’, মাওরি-হোসাবলের মন্তব্যে কটাক্ষ উদ্ধবের]

মাঝে পথকুকুরের একের পর এক হিংস্রতার ঘটনায় রাস্তায় কুকুরদের খাওয়ানো নিয়ে অশান্তি বাধে মুম্বইতে। মামলা উঠেছিল বম্বে হাইকোর্টে। বিচারপতিরা মন্তব্য করেন, পথকুকুরদের টিকাকরণ, আশ্রয়ের উপযুক্ত ব্যবস্থা থাকা প্রয়োজন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement