৯ আশ্বিন  ১৪৩০  বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

বিদ্যুৎই মৃত্যুফাঁদ, কাজ চলাকালীন ওভারহেড তারে তড়িদাহত হয়ে মৃত অন্তত ৬ শ্রমিক

Published by: Sayani Sen |    Posted: May 29, 2023 2:02 pm|    Updated: May 29, 2023 5:25 pm

6 workers died while working at overhead wire system । Sangbad Pratidin

শেখর চন্দ্র: কাজ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা। ওভারহেড তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল পাঁচ শ্রমিকের। ধানবাদ ও গোমো স্টেশনের মাঝের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। আপাতত আপ ও ডাউন লাইনে ব্যাহত রেল চলাচল। ঘটনাস্থলে পৌঁছেছেন ধানবাদের ডিআরএম। 

সোমবার সকালে ধানবাদ ও গোমো স্টেশনের মাঝে ওভারহেড তারে কাজ চলছিল। সেই সময় আচমকাই বিদ্যুৎ চলে আসে। হাইভোল্টেজ তারে তড়িদাহত হন শ্রমিকেরা। এখনও পর্যন্ত অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। জখমও হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের উদ্ধার করে ধানবাদ রেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের। প্রত্যেকের অবস্থা বেশ আশঙ্কাজনক।

[আরও পড়ুন: জনবহুল রাস্তায় কিশোরীকে ২০ বার কোপ, পাথরের চাঁই দিয়ে মাথা থেঁতলে দিল প্রেমিক!]

দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই ঘটনাস্থলে পৌঁছন ধানবাদ রেল ডিভিশনের ডিআরএম-সহ উচ্চপদস্থ রেল আধিকারিকরা। কাজ চলাকালীন কীভাবে ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ এল, স্বাভাবিকভাবেই উঠছে সে প্রশ্ন। বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ডিআরএম। দুর্ঘটনার জেরে আপ ও ডাউন লাইনে ব্যাহত ট্রেন চলাচল। ভোগান্তির শিকার রেলযাত্রীরা।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: গভীর রাতে SUV-পিকআপ ভ্যান সংঘর্ষ, অসমে মৃত ৭ ইঞ্জিনিয়ারিং পড়ুয়া]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে