Advertisement
Advertisement

Breaking News

Ghaziabad

চেয়ারে বসেই হঠাৎ মৃত্যু জিম প্রশিক্ষকের! ভিডিও দেখে শিউরে উঠল নেটিজেন

গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন যুবক জিম প্রশিক্ষক।

A Ghaziabad Gym Trainer Dies Of Heart Attack While Sitting On Chair | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:October 20, 2022 12:15 pm
  • Updated:October 20, 2022 12:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মর্মান্তিক মৃত্যু হল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এক জিম প্রশিক্ষকের (Gym Trainer)। চেয়ারে বসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন যুবক। রবিবার চেয়ারে বসা অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত (Heart Attack) হন তিনি। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। এদিকে চেয়ারে বসে জিম প্রশিক্ষকের মৃত্যুর ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যা দেখে শিউরে উঠেছে নেটিজেন।

ঘটনাটি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের (Ghaziabad)। মৃত জিম প্রশিক্ষক ৩৩ বছরের আদিল। গাজিয়াবাদের শালিমার গার্ডেনে জিম প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে তাঁর। ইদানীং জমি-বাড়ির ব্যবসাও শুরু করেন। প্রশিক্ষক হিসেবে জিমে নিয়মিত আসতেন আদিল। পরিবার জানিয়েছে, গত কয়েক দিন জ্বরে ভুগছিলেন যুবক। এর পরেও জিমে আসা বন্ধ করেননি। ঘটনার দিন অর্থাৎ রবিবারও জিমে যান। এর পর সেখান থেকে একই এলাকায় নতুন ব্যবসার জন্য খোলা অফিসে যান আদিল।

Advertisement

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি: সুপ্রিম কোর্টে ধাক্কা মানিকের, আপাতত ইডির হেফাজতেই তৃণমূল বিধায়ক]

সেখানেই হৃদরোগে আক্রান্ত হন জিম প্রশিক্ষক। ঘটনাটি অফিসের সিসিটিভি ফুটেজে (CCTV Footage) ধরা পড়েছে। দেখা গিয়েছে, আচমকা চেয়ারে ঢেলে পড়লেন আদিল! বোঝা যায় তিনি জ্ঞানহীন হয়ে পড়েন। বিষয়টি বোঝমাত্র দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় আদিলকে। যদিও ততক্ষণে মৃত্যু হয়েছে তাঁর। তরুণ জিম প্রশিক্ষকের এভাবে আচমকা মৃত্যুতে হতবাক পরিবার। পরিবারের সদস্যদের মাথায় কার্যত আকাশ ভেঙে পড়েছে। চার সন্তান রয়েছে আদিলের।

Advertisement

[আরও পড়ুন: টাকার দামে রক্তক্ষরণ অব্যাহত, ডলারের তুলনায় ফের রেকর্ড পতন ভারতীয় মুদ্রার]

উল্লেখ্য, সম্প্রতি মুম্বইতে (Mumbai) নবরাত্রী উৎসবে গরবা নাচার (Garba Dance) সময় বছর পঁয়ত্রিশের এক ব্যক্তি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। গত মাসে জম্মুতে (Jammu) এক শিল্পী নাট্যানুষ্ঠানের মাঝে হৃদরোগে আক্রান্ত হয়ে মঞ্চেই লুটিয়ে পড়েন। যদিও শুরুতে দর্শক থেকে আয়োজক সকলে ভেবেছিলেন শিল্পী বুঝি অভিনয় করছেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ