Advertisement
Advertisement

Breaking News

AAP

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিপত্নী সুনীতা? আপের ‘গোপন’ বৈঠক নিয়ে বিস্ফোরক দাবি বিজেপির

আপের অন্দরে ক্ষমতা দখলের লড়াই চলছে, তোপ বিজেপির।

AAP MLAs meet Sunita Kejriwal, BJP slams

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:April 2, 2024 2:28 pm
  • Updated:April 2, 2024 2:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাবড়ি দেবীর পথেই হাঁটবেন সুনীতা কেজরিওয়াল (Sunita Kejriwal)? জেলবন্দি স্বামীর হয়ে সামলাবেন মুখ্যমন্ত্রীর দায়িত্ব? ক্রমেই জোরালো হচ্ছে সেই সম্ভাবনা। মঙ্গলবার অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বাসভবনে যান আপ বিধায়করা। তার পরেই বিজেপির তোপ, এবার আম আদমি পার্টির রাশ নিজের হাতে নিতে চাইছেন কেজরিপত্নী। কারণ জেল থেকে আপ সুপ্রিমো মুক্তি পাবেন বলে আশা নেই।

সোমবার ইডি হেফাজত থেকে জেল হেফাজতে পাঠানো হয়েছে দিল্লির (Delhi) মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তাঁর বিরুদ্ধে সওয়াল করতে গিয়ে ইডির আইনজীবী বলেন, দিল্লির দুই মন্ত্রী অতিশী ও সৌরভ ভরদ্বাজের নাম উল্লেখ করেছেন আপ (AAP) সুপ্রিমো। তার পরেই অতিশী অভিযোগ করেন, তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে গেরুয়া শিবিরে যোগদান করার জন্য। তা না হলে এক মাসের মধ্যে গ্রেপ্তার হতে হবে। আপের আরও তিন নেতাকেও ইডির ‘রোষানলে’ পড়তে হবে বলে দাবি করেন অতিশী।

Advertisement

[আরও পড়ুন: অটো-ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ, উত্তরপ্রদেশে বেপরোয়া গতির বলি ৫]

বিস্ফোরক দাবির পরেই মঙ্গলবার দুপুরে কেজরিওয়ালের বাসভবনে পৌঁছন আপ বিধায়করা। সুনীতার সঙ্গে সকলে দেখা করেন। বিধায়কদের কথায়, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়েছেন তাঁরা। এছাড়াও বিজেপি যেভাবে দল ভাঙাতে চাইছে এবং আপ নেতাদের গ্রেপ্তার করতে উঠে পড়ে লেগেছে, সেই নিয়েও কেজরিপত্নীর সঙ্গে কথা বলেছেন বিধায়করা। উল্লেখ্য, গত রবিবার দিল্লির রামলীলা ময়দানে স্বামীর সমর্থনে ভাষণ দিয়েছিলেন সুনীতা। তবে তার আগে রাজনীতির ময়দানে তাঁকে সেভাবে দেখা যায়নি।

Advertisement

সুনীতার সঙ্গে আপ বিধায়কদের বৈঠকের খবর প্রকাশ্যে আসতেই তোপ দেগেছে বিজেপি (BJP)। দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেব বলেন, “আপের অন্দরে এখন ক্ষমতা দখলের লড়াই চলছে। গতকাল আদালতে নিজের মন্ত্রীদের নাম খোলসা করে দিয়েছেন কেজরিওয়াল। তাই এবার ধীরে ধীরে দলের রাশ নিজের হাতে নিচ্ছেন সুনীতা। কারণ তিনি জানেন, তাঁর স্বামী দুর্নীতিতে জড়িত এবং জেল থেকে বেরনোর সম্ভাবনা নেই।” প্রশ্ন উঠছে, তাহলে কি এবার পদত্যাগ করবেন দিল্লির মুখ্যমন্ত্রী? তাঁর পরিবর্তে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন সুনীতা?

[আরও পড়ুন: সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি, বাংলা-সহ ৬ রাজ্যে পর্যবেক্ষক নিয়োগ কমিশনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ