Advertisement
Advertisement

Breaking News

Abhishek Banerjee

Abhishek Banerjee: সময় দেননি কেন্দ্রীয় মন্ত্রী! কৃষি ভবনে ঢুকতেও অভিষেকদের বাধা

ইতিমধ্যে কৃষিভবনের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

Central Forces to block Abhishek Banerjee and other TMC MPs at Delhi | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:April 5, 2023 12:12 pm
  • Updated:April 5, 2023 2:11 pm

নন্দিতা রায় ও সোমনাথ রায়: রাজ্যের বকেয়া চাইতে কৃষি ভবনে তৃণমূল প্রতিনিধি দল। যার নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ইতিমধ্যে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের অফিস কৃষিভবনে পৌঁছে গিয়েছেন তাঁরা। বাংলাকে বঞ্চনার প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিতে চান তাঁরা। কিন্তু সময় দেননি সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রী গিরিরাজ সিং। 

রাজ্য়ের পাওনা নিয়ে দাবিদাওয়া জানাতে সোমবারই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের কাছে সময় চেয়েছিলেন। কিন্তু মন্ত্রীর তরফে সেই সময় দেওয়া হয়নি বলে দাবি তৃণমূলের। তারই প্রতিবাদে এদিন কৃষি ভবনের বাইরে ধরনায় বসছেন অভিষেকরা, তৃণমূল সূত্রে এমনই খবর। ইতিমধ্যে কৃষিভবনের বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: কলকাতায় এসেই নিজের রেস্তরাঁয় কোহলি, খাওয়ালেন আরসিবি’র সতীর্থদের]

বেলা ১২টা নাগাদ সংসদ থেকে বেরিয়া কৃষি ভবনের বাইরে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, দোলা সেন-সহ ৩০ তৃণমূল সাংসদ। প্রাথমিকভাবে কৃষিভবনের মূল ফটক বন্ধ করে রাখা হয়েছিল। নিরাপত্তারক্ষীদের তরফে জানানো হয়, যেহেতু মন্ত্রীর সময় পাওয়া যায়নি তাই সাংসদদের ভিতরে যাওয়ার অনুমতি নেই। পালটা তৃণমূলের দাবি, দাবিদাওয়া জানিয়ে চিঠি দিতে ভিতরে যেতে চান তাঁরা। মন্ত্রী না থাকলে প্রতিমন্ত্রী বা সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে চান। সাংসদদের এভাবে আটকানো যায় না। এরপর কৃষিভবনের ভিতরে ঢোকেন তাঁরা। তবে মন্ত্রীর অফিসে ঢুকতে পারেননি এখনও। সূত্রের খবর, ফোন করে নিরাপত্তারক্ষীরা অনুমতি চাইছেন।

Advertisement

[আরও পড়ুন: ‘আটত্রিশেও ম্যাজিক, ব্যালন ডি’অর দেওয়া হোক’, রোনাল্ডো ফের গোল করতেই দাবি ভক্তদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ