Advertisement
Advertisement

Breaking News

‘ওদের সমালোচনা আমার কাছে উপহার’, বিজেপি-আরএসএসকে কটাক্ষ রাহুলের

গেরুয়া শিবিরের আক্রমণের জবাবে ‘গান্ধীগিরি’র কৌশল কংগ্রেস সভাপতির৷

 Abuse from BJP is the biggest gift for me: Rahul Gandhi
Published by: Tanujit Das
  • Posted:January 25, 2019 5:23 pm
  • Updated:January 25, 2019 5:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির ময়দানে তাঁর সবচেয়ে বড় উপহার, প্রতিপক্ষ বিজেপি ও আরএসএস থেকে পাওয়া সমালোচনা৷ ভুবনেশ্বরে আয়োজিত আলোচনা সভায় এমনই জানালেন রাহুল গান্ধী৷ একঝাঁক বুদ্ধিজীবীর সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে কংগ্রেস সভাপতি বলেন, ‘‘মোদিজিকে যখন আমাকে কটূক্তি করে তখন আমি ওঁর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি৷ আমার মনে হয় আমি ওঁকে আলিঙ্গন করছি৷’’

[ঋণমকুবের নামে প্রহসন, মধ্যপ্রদেশে মাত্র ১৩ টাকা ছাড় পেলেন কৃষক]

Advertisement

লোকসভা ভোটের আর কয়েক মাস বাকি৷ শুরু হয়ে গিয়েছে বিজেপি-কংগ্রেস-সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির নির্বাচনী প্রচার৷ ঝড় উঠেছে পরস্পরের বিরুদ্ধ সমালোচনার৷ এই অবস্থায় কেন্দ্রের শাসকদল ও গেরুয়াপন্থীদের সমালোচনার কোনও কসুর করেননি রাহুল গান্ধী৷ তিনি অভিযোগ করলেন, কেন্দ্রের বিজেপি সরকারের চালিকাশক্তি আসলে আরএসএস৷ দিল্লিতে বসে থাকলেও কেন্দ্রীয় মন্ত্রীরা নিয়ন্ত্রিত হচ্ছেন আরএসএসের নাগপুরের সদর দপ্তর থেকে৷ দেশকে সুকৌশলে ভাগ করার চেষ্টা চলছে৷ পাশাপাশি কংগ্রেস সভাপতি আশ্বস্ত করেন, ২০১৯-এ কংগ্রেস ক্ষমতায় ফিরলে দেশে বর্তমান অবস্থার পরিবর্তন করা হবে৷ বিজেপি আমলে দেশের কৃষকরা যে ভাবে অবহেলিত হয়েছেন, তাঁদেরও অবস্থার পুনরুদ্ধার করা হবে৷ কারণ কৃষি ভারতের মেরুদণ্ড৷

Advertisement

[শত্রুকে ‘অন্ধ’ করতে ভারতীয় সেনার হাতে আসছে ‘অ্যান্টি-রেডিয়েশন’ মিসাইল  ]

এদিনের আলোচনা সভায় কেন্দ্রের মোদি সরকারের দুটি বড় অর্থনৈতিক সিদ্ধান্তের সমালোচনা করেন রাহুল গান্ধী৷ জানান, নোট বাতিল ও জিএসটি দেশের অর্থনীতির মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে৷ এই সিদ্ধান্তের ফলে ছোট ব্যবসায়ীদের বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়তে হয়েছে৷ যা অপূরণীয়৷ মোদি সরকারকে আক্রমণ করার পাশাপাশি আলোচনা সভায় কংগ্রেসের মতাদর্শকেও তুলে ধরেন তিনি৷ সুকৌশলে গেরুয়াপন্থীদের খোঁচা দিয়ে কংগ্রেস সভাপতি জানান, ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর মৃত্যু তাঁদের অনেক কিছু শিখিয়েছে৷ ওই দুই মৃত্যু তাঁদের বুঝিয়ে দিয়েছে, ঘৃণার রাজনীতি কোনওদিন দেশের মঙ্গল করতে পারে না, বরং দেশকে অনেক পিছনে ফেলে দেয়৷ তাই কংগ্রেস কোনওদিন ঘৃণার রাজনীতিতে বিশ্বাসী নয় বলে দাবি করেন রাহুল গান্ধী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ