Advertisement
Advertisement
Afghan woman

ভারতের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরে সোনা আফগান তরুণীর, শিক্ষা নিয়ে তোপ তালিবানকে

তালিবানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজিয়া।

Afghan woman wins gold medal in MA from Gujarat University। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:March 8, 2023 12:19 pm
  • Updated:March 8, 2023 12:19 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তালিবানের (Taliban) বোঝা উচিত শিক্ষা ও উন্নয়ন হাত ধরাধরি করে চলে। আফগানের বর্তমান শাসকদের এমনই বার্তা দিতে দেখা গেল রাজিয়া মুরাদিকে। গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরে স্বর্ণপদক জিতেছেন এই আফগান তরুণী। আর তারপরই তিনি এই বার্তা দিলেন আফগানিস্তানের (Afghanistan) তালিবান সরকারকে। গত সোমবার তাঁর হাতে স্বর্ণপদক তুলে দেন গুজরাটের (Gujarat) রাজ্যপাল আচার্য দেবব্রত।

গত ২০২১ সালের আগস্টে আফগানিস্তান দখল করে তালিবান। তারপর থেকে ক্রমেই সেদেশে অবদমনের মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। যার মধ্যে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে সংখ্যালঘু ও মহিলাদের। যা উদ্বেগ বাড়িয়েছে গোটা বিশ্বের। এহেন পরিস্থিতিতে সেদেশের মেয়েদের প্রতিনিধি হয়েই যেন বার্তা দিলেন রাজিয়া। তবে তিনি কিন্তু তালিবানের কাবুল দখলের বহু আগেই ভারতে এসেছিলেন।

Advertisement

[আরও পড়ুন: মিটল না মিষ্টি খাওয়ার ‘আবদার’, ইডি হেফাজতে কেমন কাটল অনুব্রতর প্রথম রাত?]

আইসিসিআরের বৃত্তি পাওয়ার পরে পড়তে শুরু করেছিলেন গুজরাটের বীর নর্মদ দক্ষিণ গুজরাট বিশ্ববিদ্যালয় তথা ভিএনএসজিইউয়ে। অবশেষে সেখান থেকেই ‘পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে’ স্নাতকোত্তর ডিগ্রি পেলেন তিনি। পেলেন স্বর্ণপদক। এরপরই তালিবানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রাজিয়া। তাঁকে বলতে শোনা গেল, ”তালিবান আসার আগে আফগানিস্তানের জীবন ছিল একদম স্বাভাবিক। মেয়েরা স্কুলে যেত। উচ্চশিক্ষাও সম্পূর্ণ করত। কোনও নিষেধাজ্ঞা ছিল না। তালিবানকে বুঝতে হবে শিক্ষার প্রয়োজনীয়তার দিকটি। শিক্ষা ও উন্নয়ন পারস্পরিক সম্পর্কযুক্ত। তাই উন্নত দেশ হতে চাইলে শিক্ষার বুনিয়াদি অধিকারকে সম্মান করতেই হবে।”

Advertisement

[আরও পড়ুন: কৌস্তভকে সেন্সর, মমতাকে অপমানে ক্ষুব্ধ দিল্লি কংগ্রেসের কড়া বার্তা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ