Advertisement
Advertisement

Breaking News

After 51 hours trains moved along the restored railway tracks

দুর্ঘটনাগ্রস্ত লাইন মেরামতি শেষে ৫১ ঘণ্টা পর গড়াল ট্রেনের চাকা, ঈশ্বর স্মরণ রেলমন্ত্রীর

মৃত ও আহতদের নিয়ে কথা বলার সময় কার্যত কেঁদে ফেললেন রেলমন্ত্রী।

After 51 hours trains moved along the restored railway tracks in Odisha's Balasore । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 5, 2023 9:16 am
  • Updated:June 5, 2023 12:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোথাও পড়ে রয়েছে দেহ। তো কোথাও পড়ে রয়েছে কারও সঙ্গে থাকা জিনিসপত্র। রক্ত, স্বজনহারা হাহাকার, অসহায় মানুষের কান্নায় বালেশ্বরের বাহানাগা যেন মুহূর্তে যুদ্ধক্ষেত্রের চেহারা নিয়েছিল। দীর্ঘ ৫১ ঘণ্টার টানা চেষ্টায় মিলল সাফল্য। ফের স্বাভাবিক ছন্দে ফিরছে বাহানাগা। রবিবার রাতে শুরু হল ট্রেন পরিষেবা। পরপর দু’টি মালগাড়ি এবং আপ লাইনে একটি ট্রেন চালানো হয়। নিজে দাঁড়িয়ে থেকে রেললাইনের কাজ দেখভাল করলেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ট্রেন চালুর পর আবেগপ্রবণও হয়ে পড়েন তিনি। মৃত ও আহতদের নিয়ে কথা বলার সময় কার্যত কেঁদে ফেললেন রেলমন্ত্রী।

রবিবার রাত ১০টা ৪০ মিনিট মিনিটে ডাউন লাইনে প্রথম মালগাড়ি চালানো হয়। এরপর রাত ১১টা ৩৯ মিনিটে আরও একটি মালগাড়ি চালানো হয়। আপ লাইনে প্রথম ট্রেন চলে রাত ১২টা ৫ মিনিটে। ট্রেন চালুর পর অশ্বিনী বৈষ্ণব বলেন, “ঘটনার পর প্রধানমন্ত্রী দুর্ঘটনাস্থলে এসে উৎসাহ দিয়ে গিয়েছেন কর্মীদের কাজে গতি বাড়ানোর। ৫১ ঘণ্টার চেষ্টায় লাইন মেরামত করে আপ এবং ডাউন লাইনে ট্রেন চালানো হয়েছে। সোমবার ৭টি গাড়ি চালানোর পরিকল্পনা রয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: বিয়ের কথা লুকিয়ে কলেজছাত্রীর সঙ্গে প্রেম! শিক্ষককে ৮ লক্ষ টাকা জরিমানা মাতব্বরদের]

গত শুক্রবার সন্ধেয় করমণ্ডল এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা হয়। তাতে প্রাণ হারিয়েছেন ২৭৫ জন। তারপর থেকে যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। মৃত এবং আহতদের উদ্ধারকাজ শেষ হওয়ার পর শুরু হয় ট্রেন লাইন মেরামতির কাজ। অন্তত ১০০০ জনের চেষ্টায় একান্ন ঘণ্টার মধ্যে মেরামতির কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। ট্রেন দুর্ঘটনায় মৃত ও আহতদের কথা উল্লেখ করতে গিয়ে কার্যত কেঁদেও ফেলেন রেলমন্ত্রী।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: নদীতে নির্মীয়মাণ সেতু ভেঙে বিপর্যয় বিহারে, ভাইরাল ভিডিও!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ