Advertisement
Advertisement

উৎসবের মরশুমে নগদের চাহিদা মেটাতে নয়া সিদ্ধান্ত RBI-এর

কী সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাংক?

Ahead of festive season RBI to infuse Rs 36,000 crore in market
Published by: Kumaresh Halder
  • Posted:October 1, 2018 5:13 pm
  • Updated:October 1, 2018 5:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের দিনে পর্যাপ্ত নগদের জোগান মেটাতে ৩২ হাজার কোটি টাকা বাজারে ছাড়ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া৷ চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে ধীরে ধীরে বাজারে বাড়ানো হবে নগদ টাকার জোগান৷ দুর্গাপুজো ও দীপাবলি উৎসবকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আরবিআই সূত্রে জানা গিয়েছে৷

[মুসলিম সমাবেশে ফেজ টুপি পরতে অস্বীকার, বিতর্কে বিহারের মন্ত্রী]

তবে, এই সিদ্ধান্ত কার্যকর করতে ঋণ নীতিতেও বেশ খানিকটা বদল ঘটানো হয়েছে৷ বাজারে নগদের জোগানের বাড়াতে মাসে ৩৬০ বিলিয়ন ডলার খরচ করে বন্ড কিনতে চলেছে আরবিআই৷ ইতিমধ্যেই ঋণ নেওয়ার পরিমাণ একধাক্কায় অনেকটাই কমিয়ে আনার নির্দেশ জারি করেছে রিজার্ভ ব্যাংক৷ শুক্রবার অর্থমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়, এখন থেকে ৭০০ কোটি টাকার বেশি ঋণ নিতে পারবে না কোনও সংস্থা বা ব্যক্তি৷ আরবিআই সূত্রে খবর, গত চার বছরে সাত গুণ বেড়েছে অনাদায়ী ঋণের পরিমাণ৷ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অনাদায়ী ঋণের পরিমাণ ৩ লক্ষ ১৬ হাজার কোটি টাকা বলেও জানানো হয়েছে৷ অনাদায়ী ঋণের বোঝা কমাতেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Advertisement

মনে করা হচ্ছে, ঋণ নেওয়ার পরিমাণে লাগাম টানা সম্ভব হলে, বাজারে বাড়বে নগদের পরিমাণ৷ কেননা,  কোনও সংস্থা বা ব্যক্তির হাতে বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত থাকলে বাজারে তার প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়৷ ঋণের টাকা গচ্ছিত রাখার প্রবণতা মেটাতে পারলেই সাফল্য মিলবে বলেই আশা প্রকাশ করেছেন আরবিআইয়ের আধিকারিকরা৷ ঋণ নেওয়ার পরিমাণ কমানো ও বন্ড কেনার সিদ্ধান্ত ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছেন ব্যবসায়ীদের একাংশ৷

Advertisement

[উৎসবের মুখে এসবিআইয়ের নয়া ঘোষণায় বাড়ছে গ্রাহক বিড়ম্বনা]

দুর্গাপুজোর পরই আসছে দীপাবলি৷ তারপর বড়দিন ও নতুন বছরের উৎসব৷ এমনিতেই, উৎসবের দিনগুলিতে তুঙ্গে থাকে নগদের চাহিদা৷ খরচও বাড়ে৷ ফলে, উৎসবের দিনগুলিতে এটিএম ও আর্থিক প্রতিষ্ঠানগুলির ভাণ্ডারে পর্যাপ্ত নগদ পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ