Advertisement
Advertisement

Breaking News

সোশ্যাল মিডিয়ায় শহিদদের ঠাট্টা কাশ্মীরি ছাত্রর

ফেসবুকে করা তাঁর আপত্তিজনক পোস্ট নজরে পড়া মাত্রই অবশ্য তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ৷

Aligarh Muslim University Expels Kashmiri Student as he mocks uri attack martyrs Over Facebook Post
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 21, 2016 10:08 am
  • Updated:September 21, 2016 10:17 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরিতে ১৮ জন সেনার মৃত্যুতে সারা দেশবাসীর প্রাণ যখন কাঁদছে, তখন তাঁদের নিয়েই ঠাট্টা করলেন আলিগড় মুসলিম ইউনিভার্সিটির এক ছাত্র৷ ফেসবুকে করা তাঁর আপত্তিজনক পোস্ট নজরে পড়া মাত্রই অবশ্য তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ৷

জানা যাচ্ছে, মোদাসির ইউসুফ নামে ওই ছাত্র কাশ্মীরের বাসিন্দা৷ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে অরগ্যানিক কেমিস্ট্রি নিয়ে স্নাতকত্তোর স্তরে পড়াশোনা করেন৷ সম্প্রতি উরি হামলার প্রেক্ষিতে ফেসবুকে চলা এক কথোপকথনে যোগ দেন তিনি৷ সেখানেই শহিদদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন বসেন ওই ছাত্র৷ এমনকী ভারতীয় সেনাকেও রাষ্ট্রের মদতপুষ্ট জঙ্গি হিসেবেই উল্লেখ করেন৷ তাঁর এই মন্তব্য সামনে আসা মাত্র নড়েচড়ে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ যে ঘটনার প্রেক্ষিতে সারা দেশ উদ্বেল, এমনকী কূটনৈতিক স্তরেও অন্যান্য দেশ ভারতের প্রতি সহানুভূতি দেখাচ্ছে, সেখানে এক ছাত্রের এ ধরনের মন্তব্যে ক্ষুব্ধ হন ভাইস চ্যান্সেলর৷ এরপরই তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়৷ সূত্রের খবর, ইউসুফ ক্ষমা চেয়ে কর্তৃপক্ষকে চিঠি দেয়৷ কিন্তু তা মানতে নারাজ বিশ্ববিদ্যালয়৷ এক শ্রেণির কাশ্মীরির এই দেশবিদ্বেষী মনোভাবের জন্যই কাশ্মীরে হিংসা এত ব্যাপক আকার নিয়েছে বলে মত রাজনৈতিক মহলের৷ হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির উত্থান এই পথেই৷ আর তাই এ ধরনের মনোভাবকে প্রশ্রয় দিতে নারাজ বিশ্ববিদ্যালয়৷  দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছে তাঁদের প্রতি ঠাট্টা করার মতো বিপজ্জনক মনোভাব রুখতে কড়া কর্তৃপক্ষ৷ বিষয়টি যে সংবেদনশীল তা মাথায় রেখেই ছাত্রটিকে বহিষ্কারের সিদ্ধান্তই বজায় রেখেছে বিশ্ববিদ্যালয়৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ