Advertisement
Advertisement
An ambulance carrying a patient crashed into a toll booth in Karnataka's Udupi

বৃষ্টিভেজা টোলপ্লাজায় শূন্যে উড়ল অ্যাম্বুল্যান্স, ভাইরাল দুর্ঘটনার হাড়হিম করা সিসিটিভি ফুটেজ

কর্ণাটকের উদুপির ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন।

An ambulance carrying a patient crashed into a toll booth in Karnataka's Udupi । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 21, 2022 10:47 am
  • Updated:July 21, 2022 10:48 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়িতে প্রায় মরণাপন্ন রোগী। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে পারলে হতে পারে শেষরক্ষা। প্রাণ বাঁচতে পারে তাঁর। সে কারণেই দ্রুত গতিতে চলছিল গাড়ি। কিন্তু বৃষ্টিভেজা রাস্তায় বেসামাল হয়ে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। কর্ণাটকের (Karnataka) উদুপির ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন। দুর্ঘটনার হাড়হিম করা সিসিটিভি ফুটেজ এখন ভাইরাল। তা দেখে আঁতকে উঠছেন প্রায় সকলেই।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বৃষ্টিভেজা টোলপ্লাজা। সেখানে রয়েছে তিনটি ব্যারিকেড। একজন টোলপ্লাজা কর্মী দৌড়ে গেলেন। তাঁর মাথায় ছাতা। তড়িঘড়ি সরিয়ে দিলেন দু’টি ব্যারিকেড। আরও একজন টোলকর্মী কিছুক্ষণ পর বেরিয়ে আসেন। তাঁর দায়িত্ব আরেকটি ব্যারিকেড সরানো। নিজের দায়িত্ব পালনও করছিলেন তিনি। তবে অ্যাম্বুল্যান্সটি আচমকাই কার্যত উড়তে শুরু করে। টোলপ্লাজায় সজোরে ধাক্কা। ছিটকে পড়ে যান বেশ কয়েকজন।

Advertisement

[আরও পড়ুন: তৃণমূলের শহিদ সমাবেশে কড়া নিরাপত্তা ধর্মতলায়, একাধিক রাস্তায় বন্ধ যানচলাচল]

এই দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ গিয়েছে অ্যাম্বুল্যান্সে থাকা তিনজন এবং এক টোলপ্লাজা কর্মীর। অ্যাম্বুল্যান্স চালকের চোটও বেশ গুরুতর। তিনি ভরতি স্থানীয় হাসপাতালে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভিজে রাস্তায় অত্যন্ত দ্রুত গতিতে থাকা অ্যাম্বুল্যান্স নিয়ন্ত্রণ হারায়। তার ফলে টোলপ্লাজায় এমন ভয়াবহ কাণ্ড ঘটে।

দুর্ঘটনার মুহূর্তের মাত্র ২২ সেকেন্ডের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে গিয়েছে। ওই হাড়হিম করা ভিডিও সকলের টাইমলাইনে ঘুরছে। ভিডিও দেখে আতঙ্কে কাঁটা প্রায় সকলে। কাউকে সুস্থ করতে গিয়ে এমন দুর্ঘটনা মানতে পারছেন না প্রায় কেউই।

[আরও পড়ুন: সুন্দরবনে বেড়াতে যাওয়াই কাল, গোমর নদীতে নৌকা থেকে নিখোঁজ পর্যটক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement