Advertisement
Advertisement
Punjab

রাস্তা থেকে উদ্ধার অর্জুন পুরস্কারজয়ী পুলিশের ক্ষতবিক্ষত দেহ, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

খোওয়া গিয়েছে তাঁর সার্ভিস রিভলভারও।

Arjuna awardee policeman found dead in Punjab | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 2, 2024 2:54 pm
  • Updated:January 2, 2024 2:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তা থেকে উদ্ধার হল অর্জুন (Arjuna Award) পুরস্কারপ্রাপকের দেহ। প্রাক্তন ভারোত্তোলক দলবীর সিং পাঞ্জাব পুলিশে কর্মরত ছিলেন। বন্ধুদের সঙ্গে বর্ষশেষে দেখা করার পরেই তাঁর মৃত্যু হয়েছে বলে খবর মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের জলন্ধরে। প্রাথমিকভাবে অনুমান, খুন করা হয়ে থাকতে পারে তাঁকে। আপাতত ঘটনার তদন্ত চালাচ্ছে পাঞ্জাব (Punjab) পুলিশ।

২০০০ সালে অর্জুন পুরস্কার পেয়েছিলেন ভারোত্তোলক দলবীর। তার পর পাঞ্জাব আর্মড পুলিশে যোগ দেন। কর্মরত ছিলেন ডিএসপি পদে। গত ৩১ ডিসেম্বর বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল তাঁর। তার পরই রাস্তার মাঝখান থেকে উদ্ধার হয় দলবীরের দেহ। তাঁর এক পা ভেঙে গিয়েছিল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছিল, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দলবীরের।

Advertisement

[আরও পড়ুন: নয়ডা শপিং মলের কাছে তরুণীকে গণধর্ষণ! ফেরার মূল অভিযুক্ত ‘বাহুবলী’]

তাঁর ভাই রঞ্জিৎ সিং জানান, দলবীরের মৃতদেহ উদ্ধারের পর পুলিশের কাছেই দাদার মৃত্যুর খবর পেয়েছেন। কিন্তু সন্দেহ দানা বাঁধে পোস্ট মর্টেম রিপোর্টে। দেখা যায়, গলার কাছে একটি বুলেট আটকে রয়েছে। তার পরেই প্রশ্ন ওঠে, তাহলে কি খুন হয়েছেন অর্জুনজয়ী পুলিশকর্মী? পুলিশকর্মীর মৃত্যুর পরে খোয়া গিয়েছে তাঁর সার্ভিস রিভলভারও। ফলে সন্দেহ আরও দানা বাঁধছে তদন্তকারীদের মনে। আপাতত স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, জলন্ধরের স্থানীয় কয়েকজনের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন দলবীর। গত মাসের সেই ঝামেলার রেশ গড়িয়েছিল থানা পর্যন্ত। তবে নিজেদের মধ্যে মিটমাট করে নেয় দুপক্ষ। তার পরেই দলবীরের মৃত্যু। সমস্ত ঘটনার মধ্যে কোনও যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

[আরও পড়ুন: নির্বাচন কমিশনার নিয়োগে চায় প্রধান বিচারপতিকে, কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে মামলা সুপ্রিম কোর্টে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ