Advertisement
Advertisement

Breaking News

Siachen

সিয়াচেনে সেনা ছাউনিতে বিস্ফোরণ, শহিদ অফিসার, আহত ৩

শত্রুর ষড়যন্ত্র ভেস্তে দিতে সেখানে চব্বিশ ঘণ্টা মোতায়েন থাকে সেনাদল।

Army officer killed, 3 soldiers injured in fire in Siachen glacier | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:July 19, 2023 6:40 pm
  • Updated:July 19, 2023 6:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র সিয়াচেন। শত্রুর ষড়যন্ত্র ভেস্তে দিতে সেখানে চব্বিশ ঘণ্টা মোতায়েন থাকে সেনাদল। চরম প্রতিকূল পরিস্থিতিতেও টহলরত ভারতীয় জওয়ানদের নজরদারিতে সুরক্ষিত থাকে দেশের সার্বভৌমত্ব। এবার বিস্ফোরণে কাঁপল এহেন সিয়াচেন। সূত্রের খবর, সেনা ছাউনিতে বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক অফিসারের। আহত হয়েছেন তিন জওয়ান।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বুধবার সিয়েচেনে ভারতীয় সেনার একটি বাঙ্কারে অগ্নিকাণ্ড ঘটে। মৃত্যু হয় রেজিমেন্টাল মেডিক্যাল অফিসার অংশুমান সিংয়ের। আহত হয়েছেন তিন জওয়ান। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। মনে করা হচ্ছে, ছাউনিতে মজুত গোলাবারুদের স্তুপে আগুন লাগায় এই বিস্ফোরণ। বলে রাখা ভাল, বিশ্বের দুর্গমতম জায়গার অন্যতম সিয়াচেম হিমবাহ। গত তিন দশকে প্রকৃতির রোষে সেখানে প্রাণ হারিয়েছেন সেনাবাহিনীর ৮০০ জওয়ান।

Advertisement

[আরও পড়ুন: ‘বাংলায় মমতার সঙ্গে জোট নয়’, বিরোধী বৈঠকের পর অবস্থান স্পষ্ট করলেন ইয়েচুরি]

প্রসঙ্গত, কারাকোরাম পর্বতমালার অন্তর্গত সিয়াচেন হিমবাহ ভূপৃষ্ঠ থেকে প্রায় ২০ হাজার ফুট উঁচুতে অবস্থিত। এটিই পৃথিবীর উচ্চতম সামরিক ক্ষেত্র। এমন উচ্চতায় তুষারপাত ও ভূমিধস খুবই সাধারণ ঘটনা। শীতের কামড়ে তাপমাত্রা মাইনাস ৬০ ডিগ্রি সেলসিয়াসেও নেমে যায়। এমন প্রতিকূলতার সঙ্গে লড়াই করেই এখানে জীবনধারণ করতে হয় মোতায়েন জওয়ানদের। ৭৬ কিলোমিটার দীর্ঘ এই হিমবাহে সারা বছরই প্রহরারত থাকেন ভারতীয় সেনারা। নিচে নামার কোনও উপায় থাকে না। কেননা সেক্ষেত্রে শত্রুদেশ এসে দখল করে নিতে পারে এই হিমবাহ।

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টে বিরাট স্বস্তি, মোদির বিরুদ্ধে প্রমাণ জালিয়াতি মামলায় জামিন তিস্তা শীতলবাদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ