Advertisement
Advertisement

মানহানি মামলায় চার্জ গঠন কেজরির বিরু‌দ্ধে

ঘটনার সূত্রপাত এক টেলিভিশন চ্যানেলের তর্ক-বিতর্কের অনুষ্ঠানে৷

Arvind Kejriwal put on trial at Patiwala court in defamation case
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 23, 2016 9:16 am
  • Updated:August 12, 2021 6:42 pm

দেবশ্রী সিনহা, নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এবার মানহানি মামলায় আদালতের মুখোমুখি হতে হবে৷ কেজরিওয়ালের বিরুদ্ধে শনিবার দিল্লির পাতিয়ালা কোর্ট ফৌজদারি মানহানি মামলার চার্জ গঠন করে৷ যদিও আদালত দিল্লির মুখ্যমন্ত্রীকে ছাড় দিয়ে জানিয়ে দেয়, স্বয়ং কেজরিওয়ালকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে না৷ তবে যদি আদালত মনে করে মামলার খাতিরে তাঁকে প্রয়োজন, সেক্ষেত্রে দিল্লির মুখ্যমন্ত্রীকে পাতিয়ালা কোর্টে পেশ হতে হবে৷

এদিন, পাতিয়ালা কোর্টের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হরবিন্দর সিং বিজেপির দিল্লি সাংসদ রমেশ বিধুরির করা মানহানি মামলায় কেজরিওয়ালের বিরুদ্ধে চার্জ গঠন করেন৷ জানিয়ে দেন, ইন্ডিয়ান পেনাল কোড ৪৯৯ ও ৫০০ অন্তর্গত কেজরিওয়ালের বিরুদ্ধে ফৌজদারি মানহানির চার্জ গঠন করা হয়েছে৷ যদিও শুনানি চলাকালীন, এদিন দিল্লির মুখ্যমন্ত্রী স্পষ্ট করে আদালতকে জানিয়েস দেন, রমেশ বিধুরিকে অপমান করা তাঁর লক্ষ্য ছিল না৷ এর আগে চলতি বছরের জুলাইয়ে এই মামলায় কেজরিওয়ালকে অভিযুক্ত হিসাবে আদালত তলব করে৷ এবং ১০,০০০ টাকার বিনিময়ে কেজরিওয়ালের জামিনও মঞ্জুর করেছিল পাতিয়ালা কোর্ট৷ আম আদমি পার্টি ও বিজেপির তরজা কোনও নতুন নয়৷ দক্ষিণ দিল্লির সাংসদ বিধুরি আদালতের কাছে অভিযোগ জানিয়েছিলেন কেজরিওয়াল জনসমক্ষে ইচ্ছাকৃতভাবে তাঁকে অসম্মান করেছেন৷

Advertisement

ঘটনার সূত্রপাত এক টেলিভিশন চ্যানেলের তর্ক-বিতর্কের অনুষ্ঠানে৷ যেখানে কেজরিওয়াল বলে বসেন, আদালতে বিধুরির বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে৷ কিন্তু দিল্লি পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ নিচ্ছে না৷ এর পরই বিধুরি আদালতের দ্বারস্থ হন৷ দাবি করেন, তাঁর বিরুদ্ধে কোনও মামলাই নেই৷ এবং এক্ষেত্রে কেজরিওয়াল টেলিভিশনের মতো এক মাধ্যমে এই অভিযোগ এনে তাঁকে অপমান করেছেন৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ