Advertisement
Advertisement

‘ফুটবলার’ হাতির দাপটে বন্ধ যান চলাচল!

দেখুন ভিডিও।

Assam: an elephant's 'Football' Game Halts Traffic, watch Video
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 22, 2017 12:57 pm
  • Updated:May 22, 2017 1:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও রাজনৈতিক মিছিল কিংবা মিটিং, অথবা রাস্তার মাঝখানে কোনও গাড়ি খারাপ হয়ে গিয়েছে- এমনটা হলে ব্যাহত হয় যান চলাচল। এছাড়া পথ দুর্ঘটনা হোক কিংবা পথ অবরোধ,-মূলত এই সব কারণেই মাঝেমধ্যেই যানজটে পড়তে হয় সাধারণ মানুষকে। যে কারণে এক ঘণ্টার জায়গায় গন্তব্যস্থলে পৌঁছাতে সময় লেগে যায় কখনও দু’ঘণ্টা বা কখনও তিন ঘণ্টা। কিন্তু কখনও শুনেছেন হাতির ফুটবল খেলার জন্য যানজট হয়েছে? শুনতে অবাক হলেও এমনটাই ঘটেছে অসমে। ঠিক কোথায় ঘটনাটি ঘটেছে, সেটা জানা না গেলেও সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে মনের সুখে প্লাস্টিকের কন্টেনারে লাথি কষিয়ে চলেছে একটি হাতি। আর পিছনে সার দিয়ে দাঁড়িয়ে আছে গাড়ি।

[পাঁচ বছরের মেয়েকে ধর্ষণ বাবার, খুন করে মৃতদেহ পুঁতল ঠাকুমা]

অক্ষয় গগৈ নামে এক ব্যক্তি চলতি মাসেই মাঝরাস্তায় হাতির ফুটবল খেলার ভিডিওটি তুলেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মনের সুখে প্লাস্টিকের একটি কন্টেনারকে পিটিয়ে চলেছে হাতি। আর গজরাজের ফুটবলপ্রীতির জন্য সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। কিন্তু সেদিকে যেন ভ্রূক্ষেপই নেই তার। কখনও রাস্তার ডানদিক থেকে বাঁদিক, কখনও আবার বাঁদিক থেকে ডানদিকে প্লাস্টিকের কন্টেনারটিকে লাথিয়ে চলেছে সে। অনেকেই গাড়িতে বসে তার সে খেলা দেখতে থাকেন। তবে যাদের তাড়া ছিল, তাদের মধ্যে অনেকেই পরে গাড়ি ঘুরিয়ে অন্য রুট ধরেন। কিন্তু সেদিকে নজরই ছিল না গজরাজের। এমনকী  প্লাস্টিকের কন্টেনারটি একবার রাস্তার ধারে পড়ে গেলে শুঁড় দিয়ে সেটিকে ফের রাস্তার মাঝখানে নিয়ে এসে  খেলতে থাকে হাতিটি।

Advertisement

[মহিলাদের আত্মরক্ষায় অভিনব জুতো তৈরি করলেন এই যুবক]

দেখে নিন সেই মজার ভিডিওটি:

সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হাতির ফুটবল খেলার ভিডিওটি।

[পুলওয়ামায় বাজল পাক অধিকৃত কাশ্মীরের জাতীয় সঙ্গীত, দেখুন ভিডিও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement