Advertisement
Advertisement

Breaking News

খসড়া তালিকায় বিজেপি বিধায়কের ‘পুরুষ’ স্ত্রী! বিতর্কের চূড়ায় নাগরিকপঞ্জি

তালিকায় কীভাবে স্থান পেল জঙ্গি নেতা?

Assam NRC: Names Of BJP MLA's Wife Missing From Final Draf
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 1, 2018 1:43 pm
  • Updated:August 2, 2018 7:49 pm

মণিশংকর চৌধুরি, গুয়াহাটি: জাতীয় নাগরিকপঞ্জিতে ভূরি ভূরি অসঙ্গতি৷ আগেই অভিযোগ তুলছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার সেই অভিযোগের প্রমাণ পাচ্ছেন অসমের মানুষ৷ কোথাও জাতীয় নাগরিকপঞ্জি থেকে বাদ পড়েছে প্রাক্তন রাষ্ট্রপতির ভাইয়ের পরিবার, কোথায় আবার তালিকায় নাম নেই পরিচিত অধ্যাপকের৷ অথচ তালিকায় স্থান পেয়েছেন আলফা জঙ্গি নেতা পরেশ বড়ুয়া৷ নাগরিকপঞ্জির খসড়া প্রকাশ হতেই চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন অসমে বসবাসকারী  ৪০ লক্ষ মানুষ৷ বাদ গেলেন না খোদ বিজেপি বিধায়কও৷ অভিযোগ, অসমের হোজই বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শিলাদিত্য দেবের স্ত্রীকে ‘পুরুষ’ বলে উল্লেখ করা হয়েছে নাগরিকপঞ্জির খসড়ায় ৷

[দাম্পত্য অশান্তির জের, ফেসবুক লাইভ করে আত্মঘাতী যুবক]

অসমে এনআরসি ইস্যুতে উত্তপ্ত জাতীয় রাজনীতি৷ বিরোধীদের সম্মিলিত আন্দোলনে বেসামাল মোদি সরকার৷ বিতর্কের উত্তাপ পৌঁছে গিয়েছে সংসদে৷ তালিকায় অসঙ্গতির অভিযোগে বাড়ছে ক্ষোভ৷ সাধারণ নেতা-মন্ত্রীর কথা বাদ দিন, তালিকায় নাম নেই প্রাক্তন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদের ভাইপো জিয়াউদ্দিন আহমেদের পরিবারের সদস্যদের৷ শুধু তাই নয়, কারও কারও আবার দু’বারও নাম উঠেছে। এমনও হয়েছে যে, নাগরিকপঞ্জিতে পরিবারের সকলেরই নাম উঠেছে। বাদ পড়েছেন শুধু একজন কিংবা দু’জন। 

Advertisement

[শুধু সংখ্যালঘু নয়, কতটা ক্ষতিগ্রস্ত অসমের হিন্দু বাঙালিরা?]

তাহলে কি যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা উপযুক্ত নথি-সহ আবেদন করেননি? অসমের স্থানীয় সংবাদমাধ্যমকে কিন্তু অনেকেই জানিয়েছেন, নাগরিক পঞ্জিতে আবেদন করার সময় পরিবারের সবাই একসঙ্গে করেছিলেন৷ কিন্তু খসড়া তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে, পাঁচ-সদস্যের পরিবারের তিনজনের নাম থাকলেও দু’জনের নাম নেই৷ সাধারণ মানুষ নাম বাদ পড়লেও নাম উঠেছে জঙ্গি নেতার৷ নাগরিকত্বের তালিকায় জ্বলজ্বল করছে নিষিদ্ধ আলফা জঙ্গি নেতা পরেশ বড়ুয়ার নাম৷ ৪০ লক্ষ মানুষকে ভিটেছাড়া করার বন্দোবস্ত করে কীভাবে জঙ্গি নেতার নাম তালিকায় স্থান পেল? প্রশ্ন তুলছেন আম জনতা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ