Advertisement
Advertisement

Breaking News

এটিএম লুটের চেষ্টা দুষ্কৃতীর, কী করলেন নিরাপত্তারক্ষী?

দেখুন হাড় হিম করা ভিডিও।

ATM security guard foils robbery bid
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 29, 2017 7:15 am
  • Updated:October 29, 2017 7:15 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় ছিল, নিজের গচ্ছিত টাকা তোলার জন্য কম ঝক্কি পোহাতে হত না ব্যাঙ্কের গ্রাহকদের। ব্যাঙ্কে গিয়ে ঘণ্টার পর ঘন্টা লাইন দেওয়ার পর হাতে আসত টাকা। কিন্তু, এখন সময় বদলেছে। দিন হোক কিংবা রাত, যখন খুশি এটিএমে গেলেই মুশকিল আসান। তবে সাইবারের অপরাধী বা হ্যাকারদের বাড়বাড়ন্তে এটিএম ব্যবহার করার বিপদও কিছু কম নয়। বিভিন্ন উপায়ে পিন নম্বর জোগাড় করে, এটিএম থেকে টাকা তুলে নিচ্ছে হ্যাকার। তবে কেউ কেউ আবার চিরাচরিত পদ্ধতিতেই বিশ্বাসী। মানে এটিএমে ঢুকে মেশিন ভেঙে টাকা লুট করতেই সিদ্ধহস্ত তারা। গোয়ার পাঞ্জিমে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে হানা দিয়েছিল তেমনই এক দুষ্কৃতী। কিন্তু, মাথায় একাধিকবার হাতুড়ির বাড়ি মেরেও নিরাপত্তারক্ষীকে কব্জা করতে পারেনি সে। তাই শেষপর্যন্ত রণে ভঙ্গ দিতে হয় তাকে। ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

[আসন্ন সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে বিশ্বকে চমকে দিতে তৈরি ভারত]

Advertisement

গোয়ার পাঞ্জিমে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের এটিএম লুট করার ছক কষেছিল এক দুষ্কৃতী। রীতিমতো আঁটঘাট বেধেই এসে্ছিল সে। কিন্তু, শেষরক্ষা হল না। নিরাপত্তারক্ষীর অসম সাহসিকতায় বানচাল হয়ে গেল এটিএমের লুটের চেষ্টা। সিসিটিভ ফুটেজে দেখা গিয়েছে, এটিএমে ঢুকে টাকা লুট করার চেষ্টা করছে মুখোশ পরা এক ব্যক্তি। নিরাপত্তারক্ষী বাধা দিলে প্রথমে পালানোর চেষ্টা করে সে। কিন্তু, ধরার চেষ্টা করতেই নিরাপত্তারক্ষীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করতে শুরু করে ওই দুষ্কৃতী। একসময়ে পালিয়েও যায়। ঘটনায় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীকে ধরার চেষ্টা করছে পুলিশ।

Advertisement

দেখুন ভিডিও

 

[এবার স্যাটেলাইটের সাহায্যে চিন সীমান্তে নজরদারি চালাবে ITBP

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ