BREAKING NEWS

১১ চৈত্র  ১৪২৯  রবিবার ২৬ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

অনার কিলিংয়ের নৃশংসতা! দিদির মাথা কেটে সেলফি তুলল নাবালক, মেয়েকে খুনে সাহায্য মায়ের

Published by: Kishore Ghosh |    Posted: December 6, 2021 2:31 pm|    Updated: December 9, 2021 11:50 pm

Aurangabad Boy Beheads Pregnant Sister Took Selfie | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবারের সম্মান রক্ষার্থে ১৯ বছর বয়সি দিদির মাথা কেটে নিল নাবালক ভাই। বিবাহিত মেয়েকে খুন করতে ছেলেকে সাহায্য করল মা। প্রতিবেশীদের অভিযোগ, দিদির মাথা কেটে বারান্দায় সাজিয়েও রেখেছিল নাবালক। পুলিশ জানিয়েছে, কাটা মুণ্ডুর সঙ্গে সেলফিও তোলে মা-ছেলে। রবিবার এই ভয়ংকর ‘অনার কিলিং’-এর (Honor Killing) ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে (Maharashtra’s Aurangabad) ।

গত জুন মাসে পরিবারের অমতে পালিয়ে বিয়ে করেছিলেন বছর উনিশের তরুণী কীর্তি থোরে (Kirti Thore)। এরপর থেকে স্বামীর সঙ্গেই থাকছিলেন তরুণী। পরিবারের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না। গত সপ্তাহে তরুণীর সঙ্গে যোগাযোগ করে তাঁর মা। তাঁকে বাড়ি ফিরে আসতে বলা হয়। সেই মতো রবিবার তরুণী তাঁর স্বামীকে সঙ্গে নিয়ে বোনের বাড়িতে আসেন। কিছু পরে বোনের বাড়িতে আসে ওই তরুণীর মা ও ভাইও। এরপর তরুণী যখন মা ও ভাইয়ের জন্য রান্নাঘরে চা বানাচ্ছিলেন, অভিযোগ, সেই সময় ধারাল কাস্তে হাতে পেছন থেকে দিদির উপর ঝাঁপিয়ে পড়ে নাবালক ভাই। অন্য দিকে মেয়ের পা জাপটে ধরে মা। যাতে করে তরুণী কোনওরকম প্রতিরোধ তৈরি করতে না পারে। এরপর ওই কাস্তে দিয়েই দিদির মাথা কেটে নেয় নাবালক ভাই।

[আরও পড়ুন: বাবরি ধ্বংসের বর্ষপূর্তি, ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হল মথুরাকে]

জানা গিয়েছে, দিদিকে খুন করার পর জামাইবাবুর উপরেও ঝাপিয়ে পড়েছিল নাবালক। কিন্তু তরুণীর স্বামী পালিয়ে প্রাণে বাঁচেন। পুলিশি তদন্তে জানা গিয়েছে, তরুণী কীর্তি থোরে গর্ভবতী ছিলেন। এদিকে প্রতিবেশীরা অভিযোগ করেছেন, খুন করার পর বাড়ির খোলা বারান্দায় তরুণীর কাটা মুণ্ডু সাজিয়ে রাখে নাবালক। মা-ছেলেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, খুনের পর মেয়ের কাটা মুণ্ডুর সঙ্গে মা ও ছেলে সেলফিও তোলে।

তবে খুন করার পরেই মা ও ছেলে স্থানীয় বীরগাঁও পুলিশ স্টেশনে (Virgoan Police Station) হাজির হয়। আত্মসমর্পণও করে। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে