সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে বাজারে এসেছে বিশ্বের প্রথম সিএনজি বাইক (Bajaj CNG Bike)। যার নাম বাজাজ ফ্রিডম ১২৫ সিএনজি। এই বাইক ঘিরে বাইকপ্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। না, কোনও স্টাইলিশ গঠন কিংবা অন্য কিছু নয়। এই দুচাকা ঘিরে আগ্রহের মূল কারণ, সিএনজি অর্থাৎ কমপ্রেসড ন্যাচারাল গ্যাসে তা চালানো যাবে। যার মূল্য পেট্রলের থেকে অনেক কম। ফলে জ্বালানি বাবদ সাশ্রয় হবে অনেক। তবে একই সঙ্গে পেট্রলেও চালানো যাবে বাইকটি।
জানা গিয়েছে, এই বাইকের তিনটি মডেল এই মুহূর্তে লভ্য। দাম শুরু ৯৫ হাজার টাকা থেকে। সর্বোচ্চ দাম ১ লক্ষ ১০ হাজার টাকা। ইঞ্জিন ১২৫ সিসি। যদিও পারফরম্যান্স দেবে ১০০ সিসির। রয়েছে ডুয়াল ফুয়েল সিস্টেম- সিএনজি ও পেট্রল। অর্থাৎ ইচ্ছেমতো মোড বদলে নেওয়ার সুযোগ রয়েছে। পেট্রল ট্যাঙ্কটি ২ লিটারের। সিএনজি ট্যাঙ্ক ২ কেজির। দুটি ট্যাঙ্ক পুরো ভর্তি করলে যাওয়া যাবে ৩৩০ কিমি।
বাইকটির সর্বোচ্চ পাওয়ার ৯.৩ বিএইচপি। ট্রান্সমিশন ৫ স্পিড ম্যানুয়াল। সিটের উচ্চতা ৮২৫ মিমি। কার্ব ওয়েট ১৪৯ কেজি। এলইডি হেডলাইট। তবে ব্লুটুথ, ডিজিটাল মিটার, রিভার্স এলইডি কনসোলের মতো ফিচার কিংবা আকর্ষণীয় চোখ ধাঁধানোর ডিজাইনের থেকেও এই বাইক নিয়ে আগ্রহের কারণ অন্য। এটাই বিশ্বের প্রথম সিএনজি বাইক। সিএনজির কেজি প্রতি দাম ৭৫ টাকা হওয়ায় তা অনেকটাই সাশ্রয়ী পেট্রল-ডিজেলের তুলনায়। ফলে এককথায় ওই বাইক ‘পকেট ফ্রেন্ডলি’।
তবে আপাতত কেবল গুজরাট ও মহারাষ্ট্রেই পাওয়া যাবে বাইকটি। পরে ধীরে ধীরে মিলবে দেশের বিভিন্ন প্রান্তে। এক নজরে দেখে নিন এর ফিচারগুলি-
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.