Advertisement
Advertisement

Breaking News

Bengaluru

বাংলাদেশি পরিচারিকাকে ধর্ষণ করে খুন! ৬ বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ

বোল্ডার দিয়ে মুখ থেঁতলে খুন।

Bangladeshi woman working as help allegedly murdered in Bengaluru

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:January 26, 2025 3:48 pm
  • Updated:January 26, 2025 3:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশি মহিলাকে ধর্ষণ করে খুন। শুক্রবার রাতে বেঙ্গালুরুর একটি পার্কের পাশ থেকে দেহটি উদ্ধার হয়। মহিলার মুখটি থেঁতলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলা বৈধ নথি ছাড়া সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকেছিলেন। কে বা কারা কী উদ্দেশে খুন করা হল, তা খতিয়ে দেখছে পুলিশ।

কালকেরে এলাকার ডিএসআর হাউজিংয়ে পরিচারিকার কাজ করত ৩৫ বছরের মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরছেন বলে বৃহস্পতিবার সন্ধেবেলা বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। কিন্তু ফিরে আসেননি। রাত গড়াতেই তাঁর খোঁজ শুরু হয়। রামমূর্থি নগর থানায় অভিযোগ দায়ের হয়। শুক্রবার সকালে রামপুরা লেক চত্বর থেকে খবর আসে এক মহিলার দেহ পড়ে রয়েছে। পুলিশ খোঁজখবর করতেই বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশ জানিয়েছে, শ্বাসরোধ করে খুনের আগে মহিলাকে যৌন হেনস্তা করা হয়েছিল। বলে বোল্ডার দিয়ে মুখ থেঁতলে খুন করা হয় তাঁকে।

Advertisement

তদন্ত শুরু হতেই জানা যায় মহিলা বাংলাদেশি। এদেশে আসার জন্য তাঁর কাছে কোনও বৈধ নথি ছিল না। তবে স্বামীর কাছে নথি রয়েছে। মনে করা হচ্ছে, বাংলাদেশ থেকে অবৈধভাবেই এদেশে এসেছিলেন তিনি। তারপর বেঙ্গালুরুতে পরিচারিকার কাজ নিয়েছিলেন। এ প্রসঙ্গে অ্যাডিশনার কমিশনার (ইস্ট) রমেশ বানোথ বলেন, “শুক্রবার সকালে দেহটি উদ্ধার হয়। মৃত্যুর আগে যৌন হেনস্তা করা হয়েছে। মৃতা বাংলাদেশি। ছবছর ধরে বেঙ্গালুরুতে পরিচারিকার কাজ করতেন। তবে তার কাছে এদেশে আসার বৈধ নথি ছিল না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement