Advertisement
Advertisement

Breaking News

বিধানসভার ক্যান্টিনেই ‘বিফ ফেস্টিভ্যাল’, ফের বিতর্কে কেরল

কেন্দ্রকে বার্তা বিধায়কদের৷

'Beef festival' in kerala assembly Canteen sparks Controversy
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 8, 2017 4:10 pm
  • Updated:June 8, 2017 4:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গবাদি পশু বিক্রি ও হত্যার কেন্দ্রীয় ফরমানের বিরোধিতা করেছে কেরল৷ এবার খোদ বিধানসভা ক্যান্টিনেই বসল গো-মাংস খাওয়ার আসর৷ রীতিমতো তারিয়ে তারিয়ে তা উপভোগ করলেন বিধায়করা৷ আর তা নিয়েই ছড়াল বিতর্ক৷

ধূমপানের মতোই ক্ষতিকারক গো-মাংস, দাবি আরএসএস নেতার ]

Advertisement

বৃহস্পতিবার সকালের সেশনে কেন্দ্রীয় এই নীতি নিয়েই আলাপ আলোচনা হওয়ার কথা ছিল৷ যে বিধায়করা হাজির ছিলেন সেই সেশনে, তাঁরাই গো-মাংসের অর্ডার করেন৷ দোসার সঙ্গে বিফ খেতে দেখা যায় তাঁদের৷ যদিও বিধানসভার কফি হাউসে গো-মাংস যে একেবারে পাওয়া যায় না তা নয়৷ কিন্তু সকালে এসেই বিধায়করা গো-মাংস চাইছেন, এ ঘটনা বেশ নজরকাড়া৷ একজন দু’জন নয়, একসঙ্গে বেশ কয়েকজন বিধায়কের ব্রেকফাস্টে গোমাংস খাওয়া নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷ রাজনৈতিক বার্তা দিতেই কি এই বিফ ফেস্টিভ্যাল? যদিও কোনও কোনও বিধায়করা জানাচ্ছেন, এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই৷ সকালের সেশনে যাঁরা হাজির থাকেন তাঁরা ক্যান্টিনেই ব্রেকফাস্ট সারেন৷ সেক্ষেত্রে বিফ তৈরি ছিল বলেই খেয়েছেন সকলে৷

Advertisement

চাল, ডিমের পর এবার ‘প্লাস্টিক সুগার’ নিয়ে ছড়াল আতঙ্ক ]

তবে সাধারণত সকাল এগারোটার পরই গো-মাংস সার্ভ করা হয় ক্যান্টিনে৷ কিন্তু এদিন সকাল সকালই তা খাওয়া দাওয়া শুরু করেন বিধায়করা৷ রাখঢাক না করে এক বাম বিধায়ক অবশ্য জানিয়েই দিয়েছেন, কেন্দ্রীয় নীতির বিরোধিতা করেই তাঁদের এই খাওয়ার আসর৷ কেননা কে কী খাবেন তা কেন্দ্র ঠিক করে দিতে পারে না৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ