Advertisement
Advertisement

Breaking News

চিনা বাজার রুখতে এবার স্মার্টফোন আনছেন সলমন খান

ফোনের বাজারে চিনা কোম্পানিগুলোর আগ্রাসন রুখতেই এ কাজ করতে চলেছেন সলমন।

'Being Smart' Salman to compete against Chinese Farms in Smartphone Arena
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 9, 2017 6:44 am
  • Updated:March 9, 2017 6:44 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। শুধু সেখানেই থেমে থাকেননি। ‘বিয়িং হিউম্যান’ হয়ে এনেছিলেন পোশাক-আশাকও। এবার ফোনের বাজারের পা রাখতে চলেছেন সলমন খান।

সেবামূলক কাজের জন্যই তৈরি করেছেন বিয়িং হিউম্যান ফাউন্ডেশন। সেই ব্র্যান্ডের পোশাক বিক্রির টাকা পুরোটাই ব্যয় করা হয় বিভিন্ন জনকল্যাণমূলক কাজে। এবার বিয়িং স্মার্ট নামে নয়া কোম্পানি নথিভুক্তকরণ করেছেন সুপারস্টার। লক্ষ্য বাজারে এই ব্র্যান্ডের স্মার্ট ফোন আনা। কেন তারকার এ পদক্ষেপ? জানা যাচ্ছে, ফোনের বাজারে চিনা কোম্পানিগুলোর আগ্রাসন রুখতেই এ কাজ করতে চলেছেন সলমন। অপপো, সাওমির মতো ফোন কোম্পানিগুলো কম দামে স্মার্টফোন দিয়ে বাজার মাত করছে। আর তাই ২০,০০০ টাকার কমে স্মার্ট ফোন এনে ভারতীয় ফোনের বাজার ধরে রাখার চেষ্টা বলি তারকার।

Advertisement

এবার আপনার বাড়ির ভাড়া মেটাবে মোদি সরকার

বছর দুই আগেই ফোনের বাজারে পা রাখার কথা ভেবেছিলেন সলমন। বেশ কয়েকটি নামী ব্র্যান্ডের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতেও চেয়েছিলেন। কিন্তু তাতে যে পরিমাণ রয়্যালটি দিতে হবে তারকাকে, তা ভেবেই পিছিয়ে গিয়েছিলেন প্রত্যেকেই। কিন্তু কে না জানে, সলমন একবার যা কমিটমেন্ট করেন তা থেকে সরেন না! আর তাই শেষমেশ নিজের ব্র্যান্ডেই স্মার্ট ফোন আনতে চলেছেন তিনি। এই মুহূর্তে বিনিয়োগকারীর সন্ধানে হন্যে অভিনেতা। তাঁর এই উদ্যোগে সিংহভাগ শেয়ার হোল্ডিং থাকবে তাঁর নামে বা তাঁর পরিবারের কারও নামে। বাকি অংশে লগ্নি টানতে একাধিক উদ্যোগপতির সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে কথা বলছেন সলমন। সব পরিকল্পনামাফিক চললে চলতি বছরেই আসতে পারে এই স্মার্টফোন। জানা যাচ্ছে, প্রথমে অনলাইনে বিক্রি হলেও, নির্দিষ্ট কিছু ফোনের দোকানেও মিলবে ‘বিয়িং স্মার্ট’ ফোন।

Advertisement

হিন্দুদের ভক্তিগীতি গেয়ে হেনস্তার শিকার মুসলিম তরুণী

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ