Advertisement
Advertisement

Breaking News

ম্যানহোল

খোলা ম্যানহোলে বিপদ, নিজে হাতে ঢেকে ‘সুপার হিরো’ পুলিশকর্মী

নেটদুনিয়ায় ভাইরাল নাগরিক দায়িত্ব পালনকারী পুলিশকর্মী ছবি৷

Bengaluru cop covers open manhole, Image goes viral
Published by: Sayani Sen
  • Posted:July 12, 2019 9:36 pm
  • Updated:July 12, 2019 9:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যালেন্ডার বলছে, বর্ষা মধ্যভাগে৷ বৃষ্টির জেরে রাস্তার অবস্থা বেশ সঙ্গীন৷ বেঙ্গালুরুর পরিস্থিতিও তথৈবচ! বর্ষার বৃষ্টিতে এদিক-ওদিক সরে যাচ্ছে ম্যানহোলের ঢাকা৷ তাতে যে কোন মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কাও থাকছে৷ সাধারণ মানুষকে বিপদের হাত থেকে বাঁচাতে এগিয়ে এলেন এক পুলিশকর্মী৷ বেঙ্গালুরুজুড়ে নিজের উদ্যোগে রাস্তার খোলা ম্যানহোলগুলি চিহ্নিত করে তা ঢেকে দিলেন তিনি৷ তাঁর এই কাজের ছবি ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়৷ প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা৷

[ আরও পড়ুন: গোমাংস খাওয়ার জের, মুসলমান যুবককে বেধড়ক মার হিন্দু সংগঠনের সদস্যদের]

বেঙ্গালুরুর রাস্তায় খোলা ম্যানহোল কোনও নতুন সমস্যা নয়৷ তার জেরে ব্যস্ত রাস্তায় ছোট-বড় দুর্ঘটনাও প্রায় লেগেই থাকে৷ স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয় ঠিকই৷ তবে তার ধারাবাহিকতা না থাকায় ভোগান্তির অন্ত নেই স্থানীয়দের৷ মানুষদের ভোগান্তি বেশ দুশ্চিন্তায় পড়েছেন গিরিশ নামে ওই পুলিশকর্মী৷ তার উপর আবার রাতে ডিউটির সময় তাঁর চোখে পড়ে, একটি শিশু খোলা ম্যানহোলের পাশ দিয়ে হাঁটছে৷ যে কোনও মুহূর্তে বিপদ হবে, একথা ভেবে আতঙ্কে শিউরে ওঠেন তিনি৷ তাই বিপদ এড়াতে যেখানে যত খোলা ম্যানহোল রয়েছে, তার মুখ ঢাকছেন ওই পুলিশ কনস্টেবল৷ নিজের পাথর টেনে টেনে খোলা গর্তের মুখ বন্ধ করছেন৷

Advertisement

দায়িত্ববান নাগরিকের কাজ ভাইরাল হতে বেশি সময় লাগেনি৷ নেটিজেনরা সকলেই ওই পুলিশকর্মীর দরাজ কণ্ঠে প্রশংসা করেছেন৷ আবার কেউ কেউ গিরিশের প্রশংসার পাশাপাশি প্রশাসনিক ব্যর্থতার দিকটিও তুলে ধরেছেন৷তবে যে যাই বলুন না কেন, গিরিশ কিন্তু এসবে কান দিতে নারাজ৷ নাগরিক দায়িত্ব পালনে ম্যানহোল ঢাকার কাজ থেকে যে এত প্রশংসা কুড়োতে পারেন তিনি, তা যেন আশাই করেননি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ