Advertisement
Advertisement

ট্রাফিক আইন ভাঙলেই নোটিস যাবে বসের কাছে! প্রযুক্তি কর্মীদের বাগে আনতে নয় পন্থা এই শহরে

সমীক্ষায় দেখা গিয়েছে, শহরের তরুণ প্রযুক্তি কর্মীরাই ট্রাফিক আইন ভাঙছেন বেশি।

Bengaluru Traffic Police will sent notice to offices if rules violate | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 16, 2023 6:09 pm
  • Updated:December 16, 2023 8:35 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রাফিক আইন কঠিন করে, ধরপাকড়েও কাজ হচ্ছে না। এবার পথ নিরাপত্তা বাড়াতে অভিনব কৌশল নিল বেঙ্গালুরু (Bengaluru) শহর প্রশাসন। এবার থেকে ট্র্যাফিক আইন ভাঙলেই সরাসরি অফিসের বসের কাছে নোটিস পাঠাবে পুলিশ। যাতে করে ওই ব্যক্তি অস্বস্তিতে পড়েন। ভবিষ্যতে একই কাজ না করেন।

বেঙ্গালুরুর ট্রাফিক ভারত বিখ্যাত। মূলত জ্যামের কারণে। যে সব শহরে যানবাহনের সংখ্যা লাফিয়ে বাড়ছে, তাদের অন্যতমও কর্নাটকের রাজধানী। এইসঙ্গে বাড়ছে বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং ট্রাফিক আইন ভাঙার প্রবণতা। জরিমানা করেও যা আটকানো যাচ্ছে না বলে দাবি পুলিশের। সমীক্ষায় দেখা গিয়েছে, ট্র্যাফিক আইন অমান্যের ঘটনা যত ঘটেছে, তার বেশির ভাগ অভিযোগ উঠছে শহরের তরুণ প্রযুক্তিকর্মীদের বিরুদ্ধে। দ্রুত অফিসে বা বাড়ি পৌঁছতে ট্রাফিক আইনের পরোয়া করছেন না তাঁরা। এই পরিস্থিতি আটকাতেই নয়া কৌশল নিল বেঙ্গালুরুর ট্রাফিক পুলিশ।

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: পাসপোর্ট বাজেয়াপ্ত করার অধিকার নেই পুলিশ ও ফৌজদারি আদালতের: কর্নাটক হাই কোর্ট]

ট্র্যাফিক পূর্ব বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার কুলদীপ কুমার জৈন জানিয়েছেন, তথ্যপ্রযুক্তি কর্মী ট্র্যাফিক আইন ভাঙলে সরাসরি নোটিস পাঠানো হবে ওই কর্মীর অফিসে। ইমেল বা হোয়াটসঅ্যাপে নোটিস পাঠানো হবে তাঁর বসকে। যাতে করে ওই কর্মীর পাশাপাশি সংস্থাটিও অস্বস্তিতে পড়ে। এর ফলে সচেতনতা বাড়বে বলেই দাবি পুলিশের।

 

[আরও পড়ুন: সংসদে গ্যাস হামলায় গ্রেপ্তার আরও এক, এবার জালে অন্যতম চক্রী মহেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ