Advertisement
Advertisement
Archana Gautam

প্রাণে মারার হুমকি! প্রিয়াঙ্কা গান্ধীর আপ্তসহায়কের বিরুদ্ধে মামলা ‘বিগ বস’ খ্যাত অর্চনা গৌতমের

প্রশ্নের মুখে কংগ্রেসের ভাবমূর্তি।

Bigg Boss participant Archana Gautam has accused Congress leader Priyanka Gandhi Vadra's personal assistant | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 8, 2023 2:15 pm
  • Updated:March 8, 2023 2:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কংগ্রেসের (Congress) অন্দরে বিতর্ক। আবারও এক মহিলা নেত্রীকে হেনস্তার অভিযোগ উঠল দলেরই এক শীর্ষ নেতার বিরুদ্ধে। ওই শীর্ষ নেতা আর কেউ নন, খোদ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর আপ্ত-সহায়ক। আর অভিযোগকারিণী বিগ বস খ্যাত অভিনেত্রী অর্চনা গৌতম (Archana Gautam)।

অর্চনা গৌতম ২০২২ সালের উত্তরপ্রদেশ (Uttar Pradesh) নির্বাচনের আগে প্রিয়াঙ্কা গান্ধীর হাত ধরে কংগ্রেসে যোগ দেন। বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে প্রার্থীও হন। সেসময় তাঁর বিকিনি পরে ছবি দেওয়া নিয়ে বিস্তর বিতর্কও হয়। বড় ব্যবধানে নির্বাচনে হেরে গেলেও কংগ্রেস ছাড়েননি তিনি। বিগ বসের সর্বশেষ মরশুমে তিনি রাজনীতিবিদ হিসাবেই প্রবেশ করেন। একই সঙ্গে গ্ল্যামার এবং রাজনীতি দুটোই চালিয়ে যাচ্ছিলেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: দোলের দিন বেলেল্লাপনা, গ্রেপ্তার ২১২, আজ হোলিতেও কলকাতায় থাকছে কড়া নিরাপত্তা]

কিছুদিন আগে রায়পুরে কংগ্রেসের এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁকে প্রিয়াঙ্কা গান্ধীর আপ্ত সহায়ক সন্দীপ সিং (Sandeep Singh) তাঁকে হেনস্তা করেন বলে অভিযোগ। কংগ্রেস নেত্রীর অভিযোগ, তাঁকে জাতপাত তুলে কটু কথা শোনানো হয়েছে। এমনকী প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে। অর্চনা গৌতম বলেন, তিনি প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) সঙ্গে দেখা করতে চাইছিলেন। তাঁকে বাঁধা দিতেই হেনস্তা করা হয়। অর্চনার বাবা রায়পুর থানায় প্রিয়াঙ্কা গান্ধীর আপ্ত সহায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন। উত্তরপ্রদেশের মিরাটেও পুলিশ দলিত আইনে সন্দীপ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

Advertisement

[আরও পড়ুন: সবজি বিক্রেতার অ্যাকাউন্টে ১৭২ কোটি! বিপুল টাকার উৎসের খোঁজে আয়কর দপ্তর]

এর আগে কংগ্রেসের একসময়ের প্রথম সারির মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদীকে হেনস্তার অভিযোগ উঠেছিল উত্তরপ্রদেশের একাধিক কংগ্রেস নেতার বিরুদ্ধে। নারীবিদ্বেষী মন্তব্যের অভিযোগ তুলে শেষ পর্যন্ত দল ছাড়তে বাধ্য হন প্রিয়াঙ্কা। শেষমেশ শিব সেনায় যোগ দিয়ে রাজ্যসভার সাংসদ হন তিনি। অর্চনার হেনস্তার ঘটনায় স্বাভাবিকভাবেই কংগ্রেসের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ