Advertisement
Advertisement
Bilkis Bano Case

আত্মসমর্পণের জন্য বাড়তি সময় চায়, সুপ্রিম কোর্টে আবেদন বিলকিসের ধর্ষকদের

তিন অপরাধীর আবেদনই গ্রহণ করেছে শীর্ষ আদালত।

Bilkis Bano case convicts approach Supreme Court seeking more time to surrender | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:January 18, 2024 12:23 pm
  • Updated:January 18, 2024 4:41 pm

সোমনাথ রায়, নয়াদিল্লি: আত্মসমর্পণের জন্য বাড়তি সময় চায়। সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিলকিস বানোর তিন ধর্ষক। একেক জন একেক ‘অজুহাতে’ জেল যাত্রা এড়াতে চাইছে। তিন অপরাধীর আবেদনই গ্রহণ করেছে শীর্ষ আদালত। শুক্রবার আবেদনের শুনানি।

বিলকিসের তিন ধর্ষক গোবিন্দভাই, রমেশ চন্দনা এবং মিতেশ ভাট আত্মসমর্পণের জন্য বাড়তি সময় চেয়েছে। প্রথম জনের অজুহাত, তার মা-বাবা অসুস্থ। দেখাশোনা করার লোক নেই। তাই বাড়তি ৪-৬ সপ্তাহ সময় চায়। দ্বিতীয় জনের অজুহাত, তার ছেলের বিয়ে। আয়োজনের কন্য ৬ সপ্তাহ বাড়তি সময় লাগবে। তৃতীয়জনের অজুহাত, ফসল উৎপাদন করতে বাড়তি ৬ সপ্তাহ সময় লাগবে। 

Advertisement

[আরও পড়ুন: ইয়েমেনে হাউথি ঘাঁটিতে ফের মিসাইল হামলা আমেরিকার, মধ্যপ্রাচ্যে ছড়াচ্ছে যুদ্ধের আগুন?]

বিলকিস বানো গণধর্ষণ মামলায় (Bilkis Bano Case) ১১ জন দোষী সাব্যস্তকে জেলে ফেরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিলকিসের দোষীদের ২০২২ সালের ১৫ আগস্ট ৭৬তম স্বাধীনতা দিবসে মুক্তি দিয়েছিল গুজরাট সরকার। গুজরাট সরকার জানায়, জেলে ১১ জন ধর্ষক ও খুনি ‘ভালো আচরণ’ করেছে। সেই কারণেই তাদের সাজার মেয়াদ কমানো হয়েছিল। যার বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হন বিলকিস। তাঁর আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট শাস্তি কমিয়েছে ওই দোষীদের।

Advertisement

[আরও পড়ুন: হামাসকে সমর্থন মিয়া খলিফার! তেড়ে এলেন ইহুদি মহিলা, তার পর…]

২১ জানুয়ারির মধ্যে সব দোষীকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু অভিযুক্তরা নানা অজুহাতে সেটা এড়াতে চাইছে। ৩ অভিযুক্ত ইতিমধ্যেই শীর্ষ আদালতে আবেদন করেছে। বাকিরাও শেষ পর্যন্ত আত্মসমর্পণ করবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। আপাতত শুক্রবার নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ