Advertisement
Advertisement

Breaking News

Sharad Pawar

পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট, প্রকাশ্যে বিজেপি নেতাকে চড় মারলেন এনসিপি কর্মী

নেতার হেনস্তার ভিডিও পোস্ট করে নিন্দায় সরব বিজেপি।

BJP Leader Slapped by NCP Supporters For Post Against Sharad Pawar | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:May 15, 2022 4:15 pm
  • Updated:May 15, 2022 4:17 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এনসিপি নেতা শরদ পাওয়ারকে (Sharad Pawar) নিয়ে ‘অশালীন’ পোস্টের জেরে গতকাল গ্রেপ্তার হন মারাঠি (Maharashtra) অভিনেত্রী কেতকী। একই অভিযোগ গ্রেপ্তার করা হয় এক ছাত্রকেও। এবার শরদ পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় এনসিপি কর্মীদের হামলার মুখে পড়লেন মহারাষ্ট্র বিজেপির (BJP) মুখপাত্র বিনায়ক আম্বেকর। একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, বচসার মাঝখানে বিজেপি নেতার গালে সপাটে চড় মারছেন এক এনসিপি কর্মী। ঘটনার নিন্দায় সরব গেরুয়া শিবির।

গতকাল মারাঠি অভিনেত্রী নিজের পোস্টে সরাসরি কারও নাম না করলেও ‘পাওয়ার’ পদবি ব্যবহার করেন। সঙ্গে উল্লেখ করেছিলেন ওই নেতার বয়স ৮০। উল্লেখ্য, শরদ পাওয়ারের এই মুহূর্তে বয়স ৮১। যা থেকে পরিষ্কার, তিনি পাওয়ারকেই কটাক্ষ করেছেন। কেতকী তাঁর পোস্টে লিখেছিলেন ‘নরক আপনার অপেক্ষায়’, ‘আপনি ব্রাহ্মণদের ঘৃণা করেন’। এতেই বিতর্ক দানা বাঁধে। চটে যায় এনসিপি তথা পাওয়ার সমর্থকরা। এফআইআর দায়ের হয় অভিনেত্রীর বিরুদ্ধে। পরে গ্রেপ্তারও হন তিনি। পাশাপাশি পাওয়ারকে নিয়ে আপত্তিকর পোস্ট করে গ্রেপ্তার হন এক ছাত্রও।

Advertisement

[আরও পড়ুন: ‘কিশোরের গোপনাঙ্গে হাত দেওয়া, চুমু খাওয়া অস্বাভাবিক যৌনতা নয়’, মন্তব্য হাই কোর্টের]

মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র বিনায়ক আম্বেকরকে নিয়েও একই অভিযোগ। তিনি নেতার নামে অকারণ কুৎসা পোস্ট করেছেন বলে অভিযোগ উঠেছে। যাতে চটে যান পাওয়ার সমর্থকরা। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, আম্বেকররের সঙ্গে বচসা চলছে বেশ কয়েকজন এনসিপি কর্মীর। কথার মাঝখানে তাঁদের একজন চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বিজেপি নেতার গালে সপাটে চড় মারেন। ঘটনায় চমকে যান আম্বেকর।

Advertisement

[আরও পড়ুন: মূল্যবৃদ্ধির জের, উজ্জ্বলা যোজনায় রান্নার গ্যাস ভরতে পারেননি ৯০ লক্ষ গ্রাহকই]

এই ঘটনার নিন্দা করেছেন মহারাষ্ট্র বিজেপির প্রধান চন্দ্রকান্ত পাতিল। দলীয় মুখপাত্রের ওপর হামলা তথা হেনস্তার ভিডিওটি টুইট করেন তিনি। ক্যাপশানে লেখেন, “এনসিপির গুন্ডারা মহারাষ্ট্র বিজেপির মুখপাত্র বিনায়ক আম্বেকরের উপর হামলা চালিয়েছে। ভারতীয় জনতা পার্টির তরফে এই ঘটনার কঠোর নিন্দা করছি। এই গুন্ডাদের দ্রুত মোকাবিলা করতে হবে আমাদের।”

এদিকে গতকালই মহারাষ্ট্রের একটি আদালতে তোলা হয় অভিনেত্রী কেতকীকে। আদালত ১৮ মে পর্যন্ত অভিনেত্রীর পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। গতকাল থানে পুলিশ গ্রেপ্তার করে কেতকীকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ