Advertisement
Advertisement

Breaking News

BJP seeks CBI probe on violence in Panchayat Election

‘বাংলার আত্মাকে খুন করেছেন মমতা’, পঞ্চায়েত ভোটে ‘হিংসা’য় CBI তদন্তের দাবি বিজেপির

রবিশংকর প্রসাদের নেতৃত্বে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ভোট 'হিংসা' নিয়ে নাড্ডার কাছে রিপোর্ট জমা দেয়।

BJP seeks CBI probe on violence in Panchayat Election । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 26, 2023 3:00 pm
  • Updated:July 26, 2023 5:42 pm

সোমনাথ রায়, নয়াদিল্লি: পঞ্চায়েত ভোটে হিংসার অভিযোগে দিল্লিতে বসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ বিজেপির। রবিশংকর প্রসাদের নেতৃত্বে বাংলায় সরেজমিনে খতিয়ে দেখার পর বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ভোট হিংসা নিয়ে জেপি নাড্ডার কাছে রিপোর্ট জমা দেয়। রবিশংকর প্রসাদ ভোট হিংসার তদন্তে হাই কোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি জানান। বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের সুপারিশ বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের।

বুধবার নাড্ডার কাছে জমা দেওয়া রিপোর্টে কী কী রয়েছে, তা সাংবাদিকদের সামনে বলেন রবিশংকর প্রসাদ। তাঁর কথায়, “বাংলায় ভোটে মনোনয়নে বাধা দেওয়া হয়েছে। ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হচ্ছে। ভোটে জয়ের পর বিজেপি প্রার্থীদের জোর করে তৃণমূলে যোগদান করানো হচ্ছে। রাজ্যে আতঙ্কের পরিবেশ। ১৩ বছরের নাবালকও ভোট হিংসা থেকে বাদ যায়নি। পুলিশ-প্রশাসন সব দেখেও কিছু করছে না।”

Advertisement

[আরও পড়ুন: ‘খাদ্যসংকটে পড়বে বিশ্ব’, চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলুক ভারত, চায় আইএমএফ]

রাজ্য নির্বাচন কমিশনকেও তোপ দাগেন তিনি। বলেন, “কলকাতা হাই কোর্ট বলেছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে। রাজ্য নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে চলে গেল। রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা বেদনাদায়ক।” ভোট ‘হিংসা’য় হাই কোর্টের তত্ত্বাবধানে সিবিআই এবং বিস্ফোরণে NIA তদন্তের সুপারিশও করে ওই কমিটি। যদিও বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির এই রিপোর্টকে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসকদল। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, কেন্দ্রীয় নেতৃত্বকে ভোটে খারাপ ফলের দায় চাপাতে না পেরে ভুল রিপোর্ট দিচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং টিম।     
দেখুন ভিডিও:

Advertisement

[আরও পড়ুন: প্রেমের সম্পর্কে আপত্তি, ‘অবাধ্য’ মেয়েকে খুন করে বাড়ির উঠোনে পুঁতে দিলেন মা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ