Advertisement
Advertisement

Breaking News

পলাতক মালিয়াকে ভারতের হাতে তুলে দেবে ব্রিটেন

আইনের হাত এড়ানো সম্ভব হল না৷

Britain assures extradition of Liquor baron Vijay Mallya
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 21, 2017 2:12 pm
  • Updated:February 21, 2017 2:16 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পিঠ বাঁচাতে ব্রিটেনে আশ্রয় নিয়েছিলেন লিকার ব্যারন বিজয় মালিয়া৷ তবে আইনের হাত এড়ানো সম্ভব হল না৷ মঙ্গলবার দিল্লিতে, ভারতীয় ও ব্রিটিশ প্রতিনিধি দলের মধ্যে হওয়া এক আলোচনার পর মালিয়াকে প্রত্যর্পণ করার প্রস্তাবে রাজি হয় ব্রিটেন৷ এছাড়াও আইপিএল দুর্নীতিতে অভিযুক্ত ললিত মোদি ও ১৯৯৩ মুম্বই বিস্ফোরণের মূলচক্রী টাইগর মেমনের বিরুদ্ধেও কড়া পদক্ষেপের আশ্বাস দেয় ব্রিটিশ সরকার৷ দুই দেশের মধ্যে ‘মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি’-র মাধ্যমে ওই হস্তান্তর সম্ভব হবে বলে জানা গিয়েছে৷

(নরেন্দ্র মোদির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন বিজয় মালিয়া)

৯ ফেব্রুয়ারি, বিজয় মালিয়াকে দেশে ফিরিয়ে আনার জন্য ব্রিটিশ সরকারের কাছে একটি আবেদন জানিয়েছিল কেন্দ্র৷ তারই প্রেক্ষিতে আজকের এই সিদ্ধান্ত৷ দেনার দায়ে গলা পর্যন্ত ডুবে ছিলেন মালিয়া৷ বেশ কয়েকটি ব্যাঙ্ক থেকে প্রায় ৯০০০ কোটি টাকার ঋণ নিয়েছিলেন তিনি৷ তবে সময় উতরে গেলেও তা ফেরত না দিয়ে বিদেশে পালিয়ে যান মালিয়া৷

Advertisement

বিজয় মালিয়াকে ঋণ পাইয়ে দিয়েছিলেন মনমোহন সিং: বিজেপি

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ