Advertisement
Advertisement
সেনসেক্স

নির্মলার বাজেটে অখুশি শেয়ার বাজার, হু হু করে পড়ছে সূচক

বাজেট বক্তৃতা শেষ হওয়ার পর উন্নতি হচ্ছে বাজারের।

Budget 2020: Sensex slips downward during Budget speech
Published by: Subhajit Mandal
  • Posted:February 1, 2020 2:55 pm
  • Updated:February 1, 2020 4:28 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট (Budget 2020) খুশি করতে পারল না দালাল স্ট্রিটের বিনিয়োগকারীদের। নির্মলার বাজেট বক্তৃতা শেষ হওয়ার আগেই ব্যাপক হারে পতন শেয়ার বাজারে। একসময় সেনসেক্স নেমে গিয়েছিল ৭০০ পয়েন্ট পর্যন্ত। নির্মলার বাজেট বক্তৃতা শেষ হওয়ার পর কিছুটা উন্নতি হয়ে সেই পতন ৪০০-এর আশেপাশে ঘোরাফেরা করছে। বাজার বিশেষজ্ঞদের ধারনা, বাজেটের পর সেনসেক্সে অন্তত ১ শতাংশের পতন হতে পারে।

Sensex
একই সঙ্গে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটির সূচকেও ব্যাপক পতন হয়েছে। একটা সময় নিফটিও আড়াইশো পয়েন্টের বেশি কমে গিয়েছিল। নির্মলার বাজেট বক্তব্যের পর তাঁর কিছুটা উন্নতি হয়। তাতেও এক শতাংশের বেশি পতনে শেষ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত নিফটি ২২৫ পয়েন্ট নিচে ঘোরাফেরা করছে। বাজেট পেশের দিন সকাল থেকেই নিম্মমুখী বাজার। বিনিয়োগকারীরা অর্থমন্ত্রীর কাছ থেকে যে স্বস্তির ঘোষণা আশা করছিলেন, তা না পাওয়ায় আরও পতন ঘটে সূচকে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ব্যাংকিং সেক্টরে। স্টেট ব্যাংকের শেয়ার এই মুহূর্তে ৬.৩ শতাংশ ঘাটতিতে বেচাকেনা হচ্ছে। আইসিআইসিআই প্রুডেনশিয়াল ব্যাংকের পতন ৬.৬ শতাংশ। এইচডিএফসি লাইফ ইনসুরেন্সের পতনের পরিমাণ ৩.৪ শতাংশ।

Advertisement

[আরও পড়ুন: বাজেট ২০২০: এবার বেসরকারিকরণের পথে LIC! বিমা সংস্থার শেয়ার বেচবে সরকার]

অর্থনৈতিক মহলের ধারনা, নির্মলা সীতারমণের বাজেট বিনিয়োগকারীদের আশা পূরণে ব্যর্থ। বাজেটে হাউসিং সেক্টর, বা আবাসন শিল্পে বড় কোনও বিনিয়োগ নেই। কর কমানোর কথা ঘোষণা করলেও শেষবেলায় অধিকাংশ করছাড় বাতিল করলেন তিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জিএসটির করকাঠামোতে বড় কোনও পরিবর্তন করেননি তিনি। শুধুমাত্র জিএসটির সরলীকরণের কথা বলেই কাজ সেরেছেন। উলটে খাদ্য প্রক্রিয়াকরণের মতো শিল্পে ভরতুকি কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কয়েকটি ক্ষেত্রে যুক্ত হচ্ছে অতিরিক্ত সেসও। তাছাড়া, নিম্ন ও মধ্যবিত্তর হাতে সরাসরি অর্থ বিনিয়োগের কোনও রাস্তা বাতলে দিতে পারেননি অর্থনীতি। তাতেও বাজার চাহিদা কমার আশঙ্কায় ভুগছে।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ