Advertisement
Advertisement
Budget 2024

পরনে নীল-সাদা শান্তিনিকেতনী কাঁথা স্টিচ, এবারও বাজেটের দিন নজর কাড়ল নির্মলার শাড়ি

প্রতি বছরই নির্মলার শাড়ি নজর কাড়ে সকলের।

Budget 2024: Nirmala Sitharaman wore blue and cream kantha work saree । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:February 1, 2024 11:27 am
  • Updated:February 1, 2024 11:36 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজেটের পর কর ছাড় কতটা মিলল, কোন জিনিসের দাম কমল কিংবা বাড়ল, তা নিয়ে আমজনতার নজর থাকবেই। তবে বাজেট পেশের আগে থেকেই অন্যান্যবারের মতো এবারও চর্চায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের শাড়ি। এবার নীল এবং ক্রিম রংয়ের কাঁথা স্টিচের শাড়ি বেছে নিয়েছেন মন্ত্রী।

তসরের উপর তুঁতের সঙ্গে সাদা সুতোর কাঁথা স্টিজের শাড়ি পরেন নির্মলা। সঙ্গে সুতোর কাজেরই মানানসই ব্লাউজ। গোটা শাড়ি জুড়ে লতাপাতা আঁকা রিভার্স কাঁথা স্টিচ। যা মন কেড়েছে সিংহভাগ শাড়িপ্রেমীর। মূলত বাংলার শান্তিনিকেতনের দিকে কাঁথা স্টিচের এই শাড়ি তৈরি হয়।

Budget 2024: Now Nirmala Sitharaman arrives at Finance Ministry
নর্থ ব্লকে মন্ত্রকের সহকর্মীদের সঙ্গে নির্মলা সীতারমণ

[আরও পড়ুন: বন্ধ হচ্ছে পেটিএম পরিষেবা! কতদিন করা যাবে লেনদেন?]

২০১৯ সালে প্রথমবার সংসদে বাজেট পেশ করেন নির্মলা সীতারমণ। সে বছর গাঢ় গোলাপি রঙের সঙ্গে সোনালি পাড়ের মঙ্গলগিরি সিল্ক পড়েছিলেন নির্মলা। তার পর থেকেই বাজেটের পাশাপাশি নির্মলার শাড়ি নিয়ে আলোচনা শুরু হয়।

Nirmala

২০২০ সালে হলুদ এবং নীল সরু পাড়ের সিল্ক শাড়ি পরেন অর্থমন্ত্রী।

Nirmala

২০২১ সালে অফ হোয়াইট পোচামপল্লি ইক্কত স্টাইলের সিল্ক পরে দেখা গিয়েছিল নির্মলাকে।

Nirmala

২০২২ সালে নস্যি এবং সাদার মিশেলে জ্যামিতিকৃতি সিল্কের শাড়ি পড়েছিলেন।

Nirmala

২০২৩ সালে মেরুন রংয়ের সিল্কের শাড়ি পরেছিলেন নির্মলা। কালো-সোনালি পাড়ের শাড়িটিতে কাসুটি কাজ করা ছিল।

Nirmala

এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে অর্থমন্ত্রীর তুঁতে এবং ক্রিম রংয়ের কাঁথা স্টিচের শাড়ি। কলকাতার বাজারে তসরের উপর কাঁথা স্টিচের কাজ করা এই শাড়ি কিনতে চাইলে ন্যূনতম হাজার পাঁচেক টাকা খরচ করতেই হবে। তবে তসরের মান অনুযায়ী শাড়ির দাম নির্ভর করবে। সুতির উপর কাঁথা স্টিচের শাড়ি কেনার খরচ অবশ্য কিছুটা কম।

[আরও পড়ুন: হুইলচেয়ারে বসেছিলেন বৃদ্ধ রোগী, পদযাত্রা থামিয়ে চিকিৎসার ব্যবস্থা ‘ত্রাতা’ মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ