Advertisement
Advertisement
Bullet Train

দুর্নীতির অভিযোগে সরানো হল বুলেট ট্রেন প্রকল্পের শীর্ষকর্তাকে, বিশ বাঁও জলে প্রকল্প

চলতি বছরেই বুলেট ট্রেন চালু হবার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Bullet Train project chief sacked, allegedly involved in corruption | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Anwesha Adhikary
  • Posted:July 8, 2022 11:27 am
  • Updated:July 8, 2022 12:11 pm

স্টাফ রিপোর্টার, নয়াদিল্লি: স্বজনপোষণ, আর্থিক দুর্নীতি, কালো তালিকাভুক্ত সংস্থাকে বেআইনিভাবে বরাত পাইয়ে দেওয়ার মতো একাধিক অভিযোগে অভিযুক্ত বুলেট ট্রেন প্রকল্পের (Bullet Train Project) প্রধান সতীশ অগ্নিহোত্রীকে অপসারণ করল রেল। নতুন দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমানে প্রকল্পের ডিরেক্টর পদাধিকারী রাজেন্দ্র প্রসাদকে।

বৃহস্পতিবার রেল বোর্ডের তরফে বিবৃতি প্রকাশ করে দায়িত্ব হস্তান্তরের কথা জানানো হলেও কোনও কারণ উল্লেখ করা হয়নি। শুধু বলা হয়েছে, ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড (এনএইচআরসিএল)-এর ম্যানেজিং ডিরেক্টরকে অব্যাহতি দেওয়া হল। তাঁর বদলে এনএইচআরসিএল-এর ডিরেক্টর (প্রোজেক্ট) রাজেন্দ্র প্রসাদকে জরুরি ভিত্তিতে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রেল সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের বুলেট ট্রেন (Bullet Train India) নির্দিষ্ট সময়ে চালু হওয়ার প্রশ্ন তো নেই-ই, কবে থেকে গড়াবে দেশের দ্রুততম রেলের চাকা, সেই উত্তরও নেই কারও কাছে। যা নিয়ে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিরক্ত ছিলেন সতীশের উপর।

Advertisement

[আরও পড়ুন: নূপুর শর্মার পর পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্য আরও এক BJP নেতার, তড়িঘড়ি বহিষ্কার দলের]

গত সপ্তাহে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুম্বই-আহমেদাবাদ হাই স্পিড রেল (এমএএইচএসআর) বা বুলেট ট্রেন প্রকল্পের ইন্দো-জাপান চতুর্দশ মিটিংয়ে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা প্রকল্পের শ্লথ গতির জন্য অসন্তোষ প্রকাশ করেন বলে খবর। সব মিলিয়েই সতীশকে দায়িত্ব থেকে সরতে হল বলে সূত্রের খবর। উল্লেখ্য, গত বছরের ১০ জুন সতীশকে তিন বছরের জন্য এনএইচআরসিএল এর ম্যানেজিং ডিরেক্টর ও বুলেট ট্রেন প্রকল্পের প্রধান পদে নিযুক্ত করা হয়। নিয়োগের আট দিন আগেই তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেয় লোকপাল আদালত। সতীশের বিরুদ্ধে অভিযোগ ছিল, রেল বিকাশ নিগম লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে থাকাকালীন কালো তালিকাভুক্ত এক সংস্থাকে বেআইনিভাবে অনুদান পাইয়ে দিয়েছেন। এছাড়াও সরকারি পদকে কাজে লাগিয়ে আর্থিক তছরূপ, দুর্নীতি, স্বজনপোষণের মতো আরও ভুরি ভুরি অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

Advertisement

প্রাথমিকভাবে ২০২৩-এর ডিসেম্বর লক্ষ্যমাত্রা থাকলেও ২০১৭ সালের ১৪ সেপ্টেম্বর জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের উপস্থিতিতে নরেন্দ্র মোদি (Narendra Modi) ঘোষণা করেছিলেন স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপন হবে বুলেট ট্রেনের মাধ্যমে। সেই হিসাবে চলতি বছরের ১৫ আগস্ট উদ্বোধন হওয়ার কথা ছিল বুলেট ট্রেনের। যা এখন বিশ বাঁও জলে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সাধের প্রকল্প নিয়ে বেশ বেকায়দায় ভারতীয় রেল ও কেন্দ্রীয় সরকার।

[আরও পড়ুন: উত্তরাখণ্ডে ভয়াবহ দুর্ঘটনা, নদীতে ভেসে গেল গাড়ি, মৃত ৯]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ