Advertisement
Advertisement

Breaking News

Chhattisgarh

ছত্তিশগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, মৃত অন্তত ১২, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

রাতের ডিউটিতে যোগ দিতে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনা (Accedent)। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল শ্রমিক বোঝাই বাস (Bus)। মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

Bus fell into gorge at least 12 dead in Chhattisgarh
Published by: Amit Kumar Das
  • Posted:April 10, 2024 8:43 am
  • Updated:April 10, 2024 9:04 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের ডিউটিতে যোগ দিতে যাওয়ার সময় ভয়াবহ দুর্ঘটনা (Accedent)। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল শ্রমিক বোঝাই বাস (Bus)। মর্মান্তিক এই দুর্ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। গুরুতর আহত আরও ১৪ জন শ্রমিক। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে ছত্তিশগড়ের (Chhattisgarh) দুর্গ জেলার কুমহারি এলাকায়।

জানা যাচ্ছে, কাজে যোগ দেওয়ার জন্য শ্রমিকদের নিয়ে যাচ্ছিল বাসটি। রাত সাড়ে ৮ টা নাগাদ পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় সেটি। ঘটনার জেরে মৃত্যু হয় ১২ জনের। আহত হয়েছেন ১৪ জন। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকার্যে নামে উদ্ধারকারী দল। ১২ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দলের দাবি, বাসের ভিতর এখনও আটকে রয়েছেন কিছু যাত্রী। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। দুর্গের জেলা শাসকের তরফে জানানো হয়েছে, ১২ জনকে রায়পুরের এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। ২ জনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: প্রচারে বেরিয়ে মহিলাদের চুমু, পিঠে হাত খগেনের! বিজেপি প্রার্থীর কাণ্ডে বিতর্ক তুঙ্গে]

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, ছত্তিশগড়ের দুর্গ জেলায় ঘটা বাস দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। এই দুর্ঘটনার জেরে যারা তাদের প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করি। রাজ্যসরকারের তত্ত্বাবধানে স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘মমতা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন, আপনাকে ভোট দেব কেন?’, মহিলার প্রশ্নে তর্কে জড়ালেন সজল]

পাশাপাশি দুর্ঘটনার খবর পেয়ে শোক প্রকাশ করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “একটি বেসরকারি সংস্থার কর্মী বোঝাই বাস দুর্গে দুর্ঘটনার মুখে পড়েছে। ১১ জনের মৃত্যুর খবর পেয়েছি। এই দুর্ঘটনায় আমি অত্যন্ত দুঃখিত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হচ্ছে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ