BREAKING NEWS

৮ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

আগামী বছর কবে CBSE’‌র দশম–দ্বাদশ শ্রেণির পরীক্ষা?‌ বছরশেষেই জানাবেন শিক্ষামন্ত্রী

Published by: Abhisek Rakshit |    Posted: December 26, 2020 10:33 pm|    Updated: December 26, 2020 10:33 pm

CBSE Sets Date To Announce Schedule For Board Exams 2021 | Sangbad Pratidin

ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ সম্প্রতি বাংলায় উচ্চমাধ্যমিকের সূচি ঘোষণা করেছে সংসদ। শনিবার মাধ্যমিকের সূচিও জানিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে ২০২১ সালের CBSE পরীক্ষার সূচির দিকেই আপাতত তাকিয়ে রয়েছেন পড়ুয়ারা। অবশেষে তাঁদের সেই চিন্তার অবসান হতে চলেছে। আগামী ৩১ ডিসেম্বর সন্ধে ৬ টায় জানিয়ে দেওয়া হবে আগামী বছরের পরীক্ষাসূচি। শনিবার টুইট করে এমনটাই জানিয়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক (Ramesh Pokhriyal Nishank)।

টুইটে শিক্ষামন্ত্রী লেখেন, ‘‌‘‌পড়ুয়া এবং অভিভাবকদের জন্য বড় ঘোষণা। শীঘ্রই ২০২১ সালে CBSE পরীক্ষার সূচি ঘোষণা করব আমি।’‌’ এরপর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের পক্ষ থেকেও টুইট করে বিষয়টি জানানো হয়। সেইসঙ্গে কোন সময়ে সূচি ঘোষণা করা হবে, সেটাও জানান তিনি।

 

চলতি বছর করোনা ভাইরাসের (Coronavirus) থাবায় বাতিল হয়েছিল দেশের প্রায় সমস্ত বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। CBSE, ICSE-সহ কেন্দ্রীয় বোর্ডের পড়ুয়াদের মূল্যায়ণ হয়েছিল ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে। সেইমতো মার্কশিটও দেওয়া হয়। আরেকটা বোর্ড পরীক্ষার সময় খুব দূরে নেই। অথচ করোনার প্রভাব এখনও রয়েছে। রয়েছে সংক্রমণের ঝুঁকিও।

[আরও পড়ুন: কাশ্মীরেও ঘোড়া কেনাবেচা করতে চাইছে বিজেপি! চাঞ্চল্যকর অভিযোগ ওমর আবদুল্লার]‌

এই অবস্থায় আগামী বছর কীভাবে বোর্ড পরীক্ষা নেওয়া হবে, তা নিয়ে আলোচনা করতে সম্প্রতি শিক্ষকদের সঙ্গে ভারচুয়াল বৈঠকেও বসেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। চলতি মাসের গোড়ার দিকে একটা সম্ভাবনার কথা শোনা গিয়েছিল, নতুন বছরের গোড়াতেই হয়ে যেতে পারে CBSE, ICSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। তার পরিপ্রেক্ষিতেই ছিল ওই বৈঠক। তারপরই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন যে, আগামী বছর জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে CBSE পরীক্ষা হবে না। করোনা পরিস্থিতি বিচার করে তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া অনলাইন পরীক্ষা নেওয়ার কথাও নাকচ করে জানান, দেশের অনেক সিবিএসই স্কুলই গ্রামীণ এলাকায় অবস্থিত। ফলে অনলাইন পরীক্ষা সম্ভব নয়।

[আরও পড়ুন: মোদি সরকারের জন্যই সন্ত্রাসের পথ ছেড়েছেন উত্তর-পূর্বের যুবরা, দাবি অমিত শাহের]‌

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে